IND vs BAN 4th Day Highlights: ২ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ, ভারত এগিয়ে ২৬ রানে, শেষ দিন থ্রিলারের অপেক্ষা
India vs Bangladesh Test: ভারত যদি দুশো রানের ভেতর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে পারে, কে বলতে পারে দ্রুত দেড়শো রান তাড়া করে সিরিজ ২-০ করে দিল না টিম ইন্ডিয়া?
কানপুর: ধরুন সিনেমা দেখতে গিয়েছেন, আড়াই ঘণ্টার সিনেমার ইন্টারভাল পর্যন্ত রীতিমতো হাই তুলে কাটিয়েছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আচমকা যদি পট পাল্টে যায়? হঠাৎ যদি চিত্রনাট্য হয়ে যায় টানটান। রুদ্ধশ্বাস মোড় নেয় গল্প?
দর্শকেরা যেরকম পয়সা উসুল মনোভাব নিয়ে হল ছাড়েন, কানপুরেও সেরকম পরিস্থিতি। বৃষ্টি আর ভেজা মাঠের কারণে যে ম্যাচের প্রায় তিনদিন পণ্ড হয়ে গিয়েছে, সেই ম্যাচে আচমকা প্রাণের সঞ্চার করল ভারতের আগ্রাসী ক্রিকেটের মন্ত্র।
বাংলাদেশের ২৩৩ রান তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিন ২৮৫/৯ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত (India vs Bangladesh)। ওভার প্রতি ৮.২২ রান রেটে রান তুললেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মারা। বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ। মাত্র ১১ ওভার ব্যাট করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন আর অশ্বিন (R Aswhin)।
মঙ্গলবার ম্য়াচের শেষ দিন। সেদিন কি থ্রিলারের অপেক্ষা? ভারত যদি দুশো রানের ভেতর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে পারে, কে বলতে পারে দ্রুত দেড়শো রান তাড়া করে সিরিজ ২-০ করে দিল না টিম ইন্ডিয়া? ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা শুরু করে দিয়েছেন।
সোমবার বাংলাদেশকে মাত্র ২৩৩ রানে অল আউট করে দেয় ভারত। মোমিনুল হক অপরাজিত ১০৭ রান করেন। এছাড়া আর কেউই সেভাবে রান পাননি। তিন উইকেট নেন যশপ্রীত বুমরা। ২টি করে উইকেট মহম্মদ সিরাজ, আর অশ্বিন ও আকাশ দীপের।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩.৫ ওভারে ৫৫ রান তুলে দলের মনোভাব স্পষ্ট করে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। রোহিত ১১ বলে ২৩ রান করে ফেরেন। ৫১ বলে ৭২ রান করেন সতীর্থ ওপেনার যশস্বী। তিন নম্বরে নেমে ৩৬ বলে ৩৯ করেন শুভমন গিল। ঋষভ পন্থ রান পাননি (৯)। তবে বিরাট কোহলি (৩৫ বলে ৪৭), কে এল রাহুল (৪৩ বলে ৬৮ রান) ঝোড়ো ব্যাটিং করে ভারতকে ৫২ রানের মহার্ঘ লিড এনে দেন।
মঙ্গলবার ম্যাচ বাঁচানোর পরীক্ষা বাংলাদেশের।
আরও পড়ুন: আইপিএলের গুরুত্বপূর্ণ পদে থেকে গেলেন অভিষেক, বিদায়ী বোর্ড সচিব জয় শাহকে সংবর্ধনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।