আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
India vs Bangladesh: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিল বাংলাদেশ, কারা পেলেন সুযোগ?
Bangladesh Cricket Team: ভারতের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মীরপুর: মাঝে আর মাত্র সপ্তাহ খানেক সময়। তারপরই চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে বাংলাদেশ (India vs Bangladesh)। ভারতের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দল থেকে একটিই পরিবর্তন করা হয়েছে। ফাস্টবোলার শোরিফুল ইসলামের (Shoriful Islam) পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয়েছে আনক্যাপড ব্যাটার জাকের আলিকে। কেন বাদ পড়লেন শোরিফুল? তাঁর কুঁচকিতে চোট রয়েছে। রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি সেই চোটের কারণেই।
শোরিফুলের পরিবর্তে বাংলাদেশের পেস আক্রমণ সামলাবেন তাস্কিন আমেদ (Taskin Ahmed), নাহিদ রানা (Nahid Rana), হাসান মাহমুদ (Hasan Mahmud) ও খালেদ আমেদ (Khaled Ahmed)।
জাকের এখনও বাংলাদেশের হয়ে কোনও টেস্ট ম্যাচ খেলেননি। তবে ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে এশিয়ান গেমসে খেলেছিলেন। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪১.৪৭ ব্যাটিং গড় রেখে রান করেছেন। চারটি সেঞ্চুরিও রয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই কারণেই সুযোগ পেলেন।
ওপেনার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দলে ছিলেন মাহমুদুল হাসান জয় (Mahmudul Hasan Joy)। তবে পাকিস্তান এ বনাম বাংলাদেশ এ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন বলে টেস্ট সিরিজে খেলতে পারেননি। তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। তবে রাওয়ালপিণ্ডিতে দুই টেস্টেই জাকির হাসান নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন বলে ভারতের বিরুদ্ধেও ওপেনার হিসাবে তিনিই সম্ভবত খেলবেন। জাকির হাসানের (Zakir Hasan) সঙ্গে তিনিই হয়তো খেলবেন একাদশে।
Bangladesh Test Squad for the India Tour 2024#BCB #Cricket #BDCricket #Bangladesh #INDvsBAN pic.twitter.com/1npeXGgkix
— Bangladesh Cricket (@BCBtigers) September 12, 2024
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ১৯ নভেম্বর।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তাস্কিন আমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান ও খালেদ আমেদ।
আরও পড়ুন: কোথায় সেই পেশিবহুল চেহারা! WWE সুপারস্টার বাতিস্তা কি অসুস্থ?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement