IND vs BAN: ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটবে? বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকালেই নতুন রেকর্ড গড়বেন রোহিত
Rohit Sharma: বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, পরের দুই ম্যাচে ১৩১ ও ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।
পুণে: কিংবদন্তি রিকি পন্টিংয়ের মতে তিনি সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম। বিশ্বকাপের মঞ্চে তাঁর থেকে অধিক শতরান করার কৃতিত্ব আর কোনও ভারতীয়র নেই। তিনি টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছেন রোহিত। বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, পরের দুই ম্যাচে ১৩১ ও ৮৬ রানের ইনিংস খেলেন 'হিটম্যান'। এরপর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
ওপার বাংলার দলের বিরুদ্ধে রোহিতের যা রেকর্ড, তাতে শাকিব আল হাসানদের কিন্তু উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। রোহিত বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আইসিসি টুর্নামেন্টে নিজের শেষ তিন ইনিংসে তিনটি শতরান হাঁকিয়েছেন। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলা টাইগারদের বিরুদ্ধে তিনি ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি করেছিলেন অপরাজিত ১২৩ রান। গত বিশ্বকাপেও বাংলাদেশের বিরুদ্ধে রোহিত ১০৪ রান করেছিলেন।
পুণেতেও টিম ইন্ডিয়ার সমর্থকরা চাইবেন যেন রোহিতের এই দৌড় অব্যাহত থাকে। এমসিএ স্টেডিয়ামে আজ শতরান করলেই রোহিত এক অনন্য নজিরও নিজের নামে করবেন। তিনি ৩০-র গণ্ডি পার করার পর এককভাবে সর্বাধিক শতরানের মালিক হয়ে যাবেন। আপাতত রোহিতের সঙ্গে যুগ্মভাবে এই কৃতিত্ব রয়েছে আরও দুই শ্রীলঙ্কান কিংবদন্তির। তাঁরা সনৎ জয়সূর্য ও তিলকরত্নে দিলশান। তিন তারকাই ৩০ পার করার পর ২১টি শতরান হাঁকিয়েছেন। এককভাবে সেই রেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে রোহিতের সামনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মাঠে নামছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান?