T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ শেষেই টিম ইন্ডিয়ার সাজঘরে ভিভ রিচার্ডস, কিন্তু কেন?
IND vs BAN: সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারতীয় ক্রিকেট দল।
অ্যান্টিগা: বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটে ৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে নিজেদের জায়গা কার্যত পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া (India vs Bangladesh)। এই ম্যাচ শেষেই ভারতীয় দলের সাজঘরে এক বিশেষ অতিথি উপস্থিত হন। তিনি, ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস (Viv Richards)। কিন্তু হঠাৎ কী কারণে টিম ইন্ডিয়ার সাজঘরে উপস্থিত হয়েছিলেন ভিভ?
এবারের বিশ্বকাপের প্রতি ম্যাচ শেষেই ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়া হচ্ছে। আর সেই পুরস্কার দিতেই হাজির হচ্ছেন মহাতারকারা। কখনও যুবরাজ, তো কখনও রবি শাস্ত্রী সিরাজদের হাতে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর সেরা ফিল্ডারের পুরস্কার দিতে ভারতীয় সাজঘরে হাজির হয়েছিলেন স্বয়ং ভিভি রিচার্ডস। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও অক্ষর পটেলের নাম ঘোষণা করেন।
এদের মধ্যে থেকে ভিভ রিচার্ডস সুরক্ষিত ফিল্ডার সূর্যকুমারের হাতে ম্যাচের সেরা ফিল্ডার হওয়ার পুরস্কারটি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়। সূর্যকুমার যাদব ইনিংসের শুরুতেই হার্দিক পাণ্ড্যর বলে ডিপ স্কোয়ার লেগে ঝাঁপ মেরে লিটন দাসের ক্যাচটি ধরেন। এই ক্যাচের জন্যই তাঁর হাতে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দেন দিলীপ মতে এমন একজন ক্রিকেটার যিনি নির্ভীক এবং মাঠে যার উপস্থিতির সঙ্গে আর কারুর তুলনা করা সম্ভব নয়, সেই ভিভ রিচার্ডস।
📽️ 𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗻𝗱𝗶𝗮 𝘃𝘀 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵
— BCCI (@BCCI) June 23, 2024
At the Sir Vivian Richards Stadium, it is the legend himself who presented the fielder of the match medal! 🏅
WATCH 🎥🔽 - By @RajalArora | #T20WorldCup | #TeamIndia | #INDvBAN | @ivivianrichards
প্রসঙ্গত, এদিন বিরাট কোহলি, ঋষভ পন্থ ও শিবম দুবের গুরুত্বপূর্ণ ইনিংসের পর হার্দিক পাণ্ড্যর দুরন্ত ৫০ রানে ভারত পাঁচ উইকেটে ১৯৬ রান তোলে। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪০ রান করলেও, কুলদীপ যাদবের তিন উইকেট এবং অর্শদীপ ও যশপ্রীত বুমরার দুইটি করে উইকেট নেওয়ায় বাংলাদেশ আট উইকেটে ১৪৬ রানেই থেমে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অজ়িদের বিরুদ্ধে আফগানদের জয়ে জমে গেল সেমিফাইনালের লড়াই, শেষ চারে পৌঁছতে কোন দলকে কী করতে হবে?