কাদের ম্যাচ?
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও কানাডা
কবে খেলা?
ম্যাচটি হবে ১৫ জুন
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় শনিবার রাত ৮টায় ম্যাচ শুরু, টস হবে ঠিক তার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৭.৩০টায়
কোথায় ম্যাচ?
ম্যাচটি খেলা হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম কানাডা ম্যাচ। ডিজ়নি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা
পিচ
এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে বড় রানের ম্যাচ তেমন দেখা যায়নি। তবে সেই ধারা বদলাতে পারে। ফ্লোরিডার পিট সাধারণ ব্য়াটিং সহায়ক বলেই পরিচিত। মাঠের প্রথম ইনিংসে গড় রান ১৬৬। ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজন করা ব্রোওয়ার্ড পার্কে প্রথমে ব্যাট করেই ১১ বার জয় পেয়েছে দলহুলি। তাই ফ্লোরিডার টস জয়ের মন্ত্র হল টস জেতো, ব্যাটিং কর।
এই মাঠে ভারতীয় দলের রেকর্ড কিন্তু রোহিতদের মুখে হাসিই ফোটাবে। ওয়েস্ট ইন্ডিজ় বাদে ব্রোওয়ার্ড পার্কে সবথেকে বেশি বিশ ওভারের ম্যাচ খেলেছে ভারত। আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিতের ব্যক্তিগত পারফরম্যান্সও এই মাঠে বেশ চমকপ্রদ। পাঁচ ইনিংসে ১৯৬ রান করে এই মাঠে বিশ ওভারের ম্যাচে সর্বাধিক রানসংগ্রাহকের নামই হল রোহিত শর্মা। তিনি কি ফের একবার পছন্দের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠবেন? সেই আশাতেই রয়েছেন ভারতীয় সমর্থকরা।