Rohit Sharma: কটকে অর্ধশতরানের পথেই গেলকে টেক্কা রোহিতের, সামনে শুধু আফ্রিদি
IND vs ENG: রঞ্জি ট্রফির ২ ইনিংসেও রান পাননি। নাগপুরেও ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে সম্প্রতি এক বিজ্ঞাপনে জানিয়েছিলেন যে তিনি দ্রুত ফিরবেন।

কটক: প্রবল চাপে ছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। এরপর থেকেই ব্যাটে রান নেই। পরের পর ম্য়াচ ও সিরিজে ফ্লপ শো। হিটম্য়ানের ব্যাট না চলায় দলকেও চাপে পড়তে হচ্ছিল। বর্ডার গাওস্কর ট্রফিতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। রঞ্জি ট্রফির ২ ইনিংসেও রান পাননি। নাগপুরেও ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে সম্প্রতি এক বিজ্ঞাপনে জানিয়েছিলেন যে তিনি দ্রুত ফিরবেন। আর বড় রান নিয়েই ফিরবেন। কটকের ম্য়াচটিই বােধহয় বেছে নিয়েছিলেন সমালোচকদের জবাব দেওয়ার জন্য। ঝোড়ো অর্ধশতরান পূরণ করলেন। শুধু তাইই নয়। ৪ মাস পর ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্য়াটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে।
আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্য়াচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্য়ান। বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তালিকায় সবার আগে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫১টি ছক্কা। ওয়ান ডে ফর্ম্য়াটে সনৎ জয়সূর্যর ঝুলিতে রয়েছে ২৭০টি ছক্কা। ২২৯টি ছক্কা মহেন্দ্র সিংহ ধোনির ঝুলিতে ও ২২০টি ছক্কা হাঁকিয়েছেন অইন মর্গ্যান।
View this post on Instagram
এদিকে, কটকে রোহিত শর্মা ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে ৫০ তম ম্য়াচ খেলতে নামলেন। ভারতের অষ্টম অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ান ডে ম্য়াচে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন হিটম্য়ান। তালিকায় সবার ওপরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। বিরাট কোহলির নেতৃত্বে ৯৫টি ওয়ান ডে ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন। ধোনি ২০০ ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে ওয়ান ডে ফর্ম্য়াটে। মহম্মদ আজহারউদ্দিন ১৭৪ ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে। ১৪৬ ম্য়াচে সৌরভ গঙ্গোপাধ্য়ায় নেতৃত্বভার সামলেছেন। রাহুল দ্রাবিড় ৭৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলন। কপিল দেব ৭৪ ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন। সচিন তেন্জুলকর ৭৩ ম্য়াচে ভারতের অধিনায়ক ছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে।




















