IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার ম্য়াচের শেষ লগ্নে করমর্দন-বিতর্ক, স্টোকসদের অসন্তোষ নিয়ে মুখ খুললেন গিল
Shubman Gill: ওভাল টেস্টে যশপ্রীত বুমরা খেলবেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলেও শুভমন গিল তাঁর জবাব দেন।

ম্যাঞ্চেস্টার: শনিবার, প্রথম সেশন শেষে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের স্কোর ছিল এক রানের বিনিময়ে দুই উইকেট। ম্যাচে তখনও প্রায় ১৫০ ওভার বাকি, সামনে ৩১১ রানের লিড। এমন সময় অতি বড় ভারতীয় সমর্থকরাও হয়তো ইতিবাচক কিছু ভাবতে পারছিলেন না। তবে সেখান থেকে তিনটি শতরান ও রাহুলের ৯০-র ইনিংসে ভর করে শেষমেশ পঞ্চম দিনে ম্যাচ ড্র হয়। তবে একেবারে শেষবেলায় এক ঘণ্টা বাকি থাকতে দুই দলের মধ্যে ফের একবার মনোমালিন্যর ছবি ধরা পড়ে।
ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই ফলাফল সম্ভব নয় বলে ভারত ও ইংল্যান্ড হাত মিলিয়ে ম্যাচ ড্র করে। তবে আরও আগেই ম্য়াচ শেষ করতে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের শেষ সেশনে ঘণ্টাখানেক বাকি থাকতেই ফলাফল সম্ভব নয় মনে হলে দুই দল ম্য়াচ ড্র ঘোষণা করতে পারে। সেইমতোই ইংল্যান্ড অধিনায়ক স্টোকস ড্রয়ের জন্য এগিয়ে যান। তবে তখন ক্রিজে উপস্থিত রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর, উভয়েই শতরানের দোরগোড়ায়। তাই স্বাভাবিকভাবে ভারতীয় ব্যাটাররা ওই মুহূর্তে ম্যাচ ড্র করতে নারাজ ছিলেন। এই সিদ্ধান্তে স্টোকসসহ গোটা ইংল্যান্ড দলকেই বেশ ক্ষুব্ধ দেখায়। শেষমেশ জাডেজাদের শতরান পূর্ণ হওয়ার পরেই দুই দল ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়।
এই বিষয়ে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) প্রশ্ন করা হলে গিল স্পষ্ট জানান জাডেজারা দুরন্ত ব্যাটিং করেছেন এবং তাঁদের উভয়েই শতরানটা প্রাপ্য ছিল। তিনি বলেন, 'ওরা তো দারুণ ব্যাটিং করেছিল। দুইজনেই নব্বইয়ের ঘরে (আদপে জাডেজা ৮৯ ও সুন্দরের তখন সংগ্রহ ছিল ৮০ রান) ব্যাট করছিল। সিদ্ধান্তটা ওদেরই ছিল। আমাদের মনে হয়েছিল যে ওরা যেভাবে ব্যাট করেছে, তারপর শতরানটা ওদের প্রাপ্য ছিল।'
টানটান চতুর্থ ম্যাচ ড্র হওয়ায় সিরিজ়ে এখনও দুই ফলাফল সম্ভব। ইংল্যান্ড আপাতত সিরিজ়ে ২-১ এগিয়ে থাকলেও, ভারতীয় দলের সামনে সিরিজ় ড্র করার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তিন টেস্ট খেলা হয়ে গেলেও যেহেতু সিরিজ়ের ভাগ্য এখনও ঝুলে, তাহলে কি ওভালে শেষ টেস্ট খেলবেন যশপ্রীত বুমরা? গিল জানান, 'এর জন্য আমাদের ওভাল টেস্ট ম্য়াচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।'
টানটান চতুর্থ টেস্টের পর দুই দলের সামনে শেষ ম্যাচের জন্য প্রস্তুতি সারার খুব বেশি সময় নেই। দিন তিনেক পরেই ৩১ জুলাই থেকে শেষ টেস্ট শুরু। এবার সব নজর সেইদিকেই থাকবে।




















