IND vs ENG 5th Test: কঠিন ওভালের পিচে করুণ নায়ারের অনবদ্য অর্ধশতরান, প্রথম দিনশেষে ভারতের স্কোর ২০৪/৬
India vs England: ওভালে প্রথম দিনের শেষবেলায় করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দর অপরাজিত অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরলেন।

লন্ডন: পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) প্রথম দিনের শুরুটা হতাশাজনকভাবে হয়েছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়েই ভারতীয় দলের মধ্যে যে লড়াইটা দেখা গিয়েছিল, ওভালেও সেই লড়াই ফের একবার চোখে পড়ল। কঠিন পিচে দুরন্ত লড়াই করলেন করুণ নায়ার (Karun Nair)। চলতি সিরিজ়ে প্রথম অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar,) ও সাই সুদর্শনও লড়াকু ইনিংস খেললেন। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনশেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২০৪ রান। দিনশেষে করুণ নায়ার ৫২ এবং ওয়াশিংটন সুন্দর ১৯ রানে অপরাজিত রয়েছেন।
গত ম্যাচ থেকে চার বদল ঘটিয়ে এই ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। আহত ঋষভ পন্থের বদলে ধ্রুব জুরেলের দলে আসা কার্যত নিশ্চিতই ছিল। এছাড়াও শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা ও অংশুল কম্বোজের বদলে করুণ নায়ার, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ একাদশে সুযোগ পান। তবে দলে বদল ঘটালেও টস ভাগ্য বদলাল না। নাগাড়ে ১৫তম টস হারল ভারতীয় দল। টস জিতে ইংল্যান্ডের স্ট্যান্ড ইন অধিনায়ক অলি পোপ সবুজ পিচে স্বাভাবিকভাবেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
শুরুতে বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে গাস অ্যাটকিনসন যশস্বী জয়সওয়ালকে মাত্র দুই রানে আউট করেন। আম্পায়ার আউট না হলেও অবশেষে ১৪তম চেষ্টায় রিভিউয়ে সাফল্য পায় ইংল্যান্ড। তিনে নামা সুদর্শন ও কেএল রাহুল চ্যালেঞ্জিং পরিবেশে প্রচুর বল ছাড়েন। দুইজনেই বেশ পরিপক্ক ব্যাটিং করছিলেন। তবে বেশ অনেকটা সময় লড়াই করার পর রাহুল ক্রিস ওকসের বলে কাট মারতে গিয়ে আবারও প্লেড অন হন। তাঁর সংগ্রহ ১৪ রান। ৩৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল।
তবে গোটা সিরিজ়ে অনবদ্য ব্যাটিং করা অধিনায়ক শুভমন গিলের ব্যাটিং দেখেই বোঝা গেল তিনি কেমন ফর্মে রয়েছেন। চ্যালেঞ্জিং পিচেও তাঁর ব্যাটিং ছিল পরিপক্ক। সুদর্শনের সঙ্গে মিলে গিল ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। প্রথম সেশনে আর কোনও উইকেট পড়তে দেননি তাঁরা। বৃষ্টির জেরে খানিক আগেই নেওয়া হয় লাঞ্চ। সেশনে ৭২ রান যোগ করে ভারতীয় দল।
ম্যাচের দ্বিতীয় সেশন কার্যত বৃষ্টির জেরে খেলাই সম্ভব হয়নি। তবে সেই সেশনে বিরাট ধাক্কা খায় ভারতীয় দল। বেশ ছন্দে দেখানো শুভমন গিল বোঝাপড়ার ভুলে ২১ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ৮৫ রানে তিন উইকেট হারিয়ে বৃষ্টিবিঘ্নিত সেশন শেষ করে ভারত। তৃতীয় সেশনের শুরুতেও ইংল্যান্ডের আরও ভাল করে বললে জস টাঙয়ের দাপট দেখা যায়। দুই দুরন্ত বলে দুই বাঁ-হাতি ভারতীয় ব্যাটার সাই সুদর্শন ও রবীন্দ্র জাডেজাকে সাজঘরে ফেরত পাঠান তিনি। সুদর্শন সেট হয়েও ৩৮ রানে আউট হন। আর দুই বাউন্ডারি দেওয়ার পরে জাডেজাকে নয় রানে ফেরান টাঙ। ১২৩ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফেরে।
ভারতের সমস্যা আরও বাড়ে যখন ধ্রুব জুরেল গাস অ্যাটকিনসনের বলে ১৯ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে পর্যন্ত জুরেলকে বেশ জমাটি দেখাচ্ছিল। কিন্তু আগের বলেই আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করে জীবনদান পেলেও, তিনি তার লাভ তুলতে ব্যর্থ হন। ১৫৩ রানে ছয় উইকেট হারিয়ে তখন ধুঁকছে ভারতীয় দল। মেঘলা আকাশে বলও স্যুইং হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাটে নামেন গত ম্যাচের অন্যতম নায়ক ও সেঞ্চুরিয়ন ওয়াশিংটন সুন্দর। শুরু হয় আরেক লড়াই।
বেশ দেখেশুনে পরিপক্কতার সঙ্গে ব্য়াটিং করেন তিনি। একদিকে করুণ নায়ারের চিত্তাকর্ষক বেশ কিছু ড্রাইভ, অপরদিকে সুন্দর বোঝাপড়ায় এক, দুই রান করে দলকে এগিয়ে যান ওয়াশিংটন। দেখতে দেখতেই ভারতীয় দল দুইশো রানের গণ্ডি পার করে। আর করুণ নায়ারও সেই বিখ্যাত ট্রিপল সেঞ্চুরির পর প্রথমবার টেস্টে ৫০ রানের গণ্ডি পার করে ফেলেন। পরিস্থিতি খুব ভাল না হলেও, প্রথম দিনশেষে খানিকটা লড়াইয়ে ফিরেছে ভারত। নায়ার এবং ওয়াশিংটনই দলের শেষ ভরসা। তাই দ্বিতীয় দিনও তাঁদের দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখতে চাইবেন ভারতীয় সমর্থকরা। নায়াররা তাতে সফল হন কি না, সেটাই দেখার।
অপরদিকে, নায়ার মারা বল বাঁচাতে গিয়ে ইংল্যান্ডের ক্রিস ওকস কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন। একেই বেন স্টোকস নেই, তার ওপর ওকসের চোট। ইংলিশ অলরাউন্ডারের অবস্থা খুব একটা আশা জাগানোর মতো নয় বলেই জানিয়েছেন অ্যাটকিনসন। এতে ইংল্যান্ডের যে উদ্বেগ বাড়ল, তা কিন্তু বলাই বাহুল্য।




















