IND vs ENG 5th Test: যশস্বীর শতরানের পর শেষ লগ্নে সুন্দরের বিধ্বংসী ইনিংস, জাডেজার অর্ধশতরান, ৩৯৬ রান তুলল ভারত
Washington Sundar: দুরন্ত ব্যাটিং করে মাত্র ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন ওয়াশিংটন সুন্দর।

লন্ডন: ভারতীয় ইনিংসের শুরুটা যেমন বিধ্বংসী মেজাজে হয়েছিল, শেষটাও তেমনভাবেই হল। শুরুটা করেছিলেন যশস্বী জয়ওয়াল। তিনি শতরান হাঁকান। আর শেষবেলায় ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) হাঁকালেন অর্ধশতরান। ৪০০ রানের ঠিক আগে, ৩৯৬ রানে থামল ভারতীয় দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডকে ম্য়াচ ও সিরিজ় জিততে তাঁদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৪ রান করতে হবে। তবে এই সিরিজ়ের প্রথম টেস্টেই ইংল্যান্ড কিন্তু ৩৭৮ রান তাড়া করে জিতেছিল। আবার ভারতের বিরুদ্ধে গত সিরিজ়ের শেষ ম্যাচে ৩৭৩ রান সফলভাবে তাড়া করেছিল বেন স্টোকসের দল। তাই এই ম্যাচে কে এগিয়ে কিন্তু এখনই বলা সম্ভব নয়।
ভারতীয় দল ৭৫ রানে দুই উইকেট থেকে দিনের শুরুটা করেছিল। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ক্রিজে উপস্থিত ছিলেন নাইট ওয়াচম্যান আকাশ দীপ। সকলেই ভেবেছিলেন হয়তো দিনের শুরুতেই আকাশ দীপ ফিরে যাবেন। তবে তৃতীয় দিনের প্রথম দুই ঘণ্টা যা হল, তা কার্যত কেউই ভাবতে পারেননি। আকাশ দীপ যে শুধু টিকে রইলেন, তাই নয়, নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরানও হাঁকালেন তিনি। লাঞ্চের ঠিক আগেই তাঁর ৬৬ রানের ইনিংস শেষ হয়। তবে ততক্ষণে তিনি কোহলি, সচিন, গিলের পর এই শতকে মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে ইংল্যান্ডে চারে ব্যাটে নেমে অর্ধশতরানের কীর্তি গড়ে ফেলেছেন। যশস্বীর সঙ্গে শতরানের পার্টনারশিপও করেন তিনি।
লাঞ্চের ঠিক আগে আকাশ দীপ ফিরলে অধিনায়ক শুভমন গিল ব্যাটে নেমে বেশ কয়েকটি সুন্দর শট খেলেন। তবে লাঞ্চের ঠিক পরে দ্বিতীয় সেশনের প্রথম বলেই ১১ রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে যশস্বী থামেননি। দেখতে দেখতেই নিজের ষষ্ঠ টেস্ট শতরান পূরণ করেন তিনি। করুণ নায়ারকে সঙ্গ নিয়ে ভারতকে দু'শো রানের গণ্ডিও পার করান। অবশ্য শতরানের পর বেশিদূর এগোতে পারেননি তিনি। ১১৮ ফেরেন ভারতীয় ওপেনার। নায়ারও ফের একবার ভাল শুরু করে মাত্র ১৮ রানে সাজঘরে ফেরেন।
চা পানের বিরতির আগে ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাডেজা ভারতীয় ইনিংসকে তিনশোর গণ্ডি পার করান। তবে তৃতীয় সেশনে শুরুর দিকেই সপ্তম উইকেটে জুরেল ও জাডেজার ৬০ রানের পার্টনারশিপ ভাঙে। জুরেলকে আউট করেন ওভারটন। জাডেজা অবশ্য সিরিজ়ে নিজের অসাধারণ ফর্ম বজায় রেখে পঞ্চম অর্ধশতরান হাঁকান। তবে এক ওভারে জাডেজা ও সিরাজকে ফেরত পাঠিয়ে ভারতকে চাপে ফেলেন টাঙ। এমন সময় ভারতের স্কোর ছিল ৩৫৭ রান।
হাতে উইকেট বাকি নেই, তাই যতটা রান তুলে নেওয়া যায়, এই মানসিকতা থেকেই ব্যাট চালান ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড তাঁকে প্রথম ইনিংসে বাউন্সারে আউট করেছিল। টাঙ, অ্যাটকিনসনদের সেই পরিকল্পনাই আবারও গ্রহণ করতে দেখা যায়। এবার অবশ্য তৈরি ছিলেন ওয়াশি। একের পর এক বল পুল, হুকে বাউন্ডারি পার করান তিনি। ৩৯ বলে এক স্মরণীয় অর্ধশতরান পূরণ করেন। তবে তারপরেই টাঙয়ের বলে আউট হন তিনি। চারশোর দোরগোড়ায় থামে ভারতের ইনিংস। টাঙ কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট নেন।




















