IND vs ENG ODI: নাগপুর ম্যাচের আগের রাতে সিনেমা দেখছিলেন, অধিনায়কের ফোনে হঠাৎই পরিকল্পনা বদল করতে হয় শ্রেয়সকে
Shreyas Iyer: নাগপুরে ৩৬ বলে নয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার।

নাগপুর: ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম ওয়ান ডেতে (IND vs ENG ODI) ভারতীয় দলের অল রাউন্ড পারফরম্যান্সে দুরন্ত জয় পেয়েছে রোহিত বাহিনী। ম্যাচে শুভমন গিল ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন বটে, তবে নিজের ইনিংসে সমানভাবেই নজর কেড়েছেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। তবে তাঁর নাকি এই ম্যাচ খেলার কথাই ছিল না।
শ্রেয়স আইয়ার যখন ব্যাট করতে নামেন তখন ভারতীয় দল ১৯ রানের মধ্য দলের দুই ওপেনারই ততক্ষণে সাজঘরে ফিরেছেন। তবে শ্রেয়স ব্যাটে নেমে রীতিমতো ইংল্যান্ড বোলারদের শাসন করেন। তাঁর ব্যাটিং দেখে কে বলবে এটা ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ম্যাচ। শ্রেয়স যখন ক্রিজ ছাড়লেন তখন তার নামের পাশে লেখা ৩৬ বলে ৫৯ রান। নিজের ইনিংসে নয়টি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। তবে বিরাট কোহলি ফিট থাকলে তিনি ম্যাচ খেলতেনই না।
ম্যাচ শেষে শ্রেয়স বলেন, 'সকলেই জানেন যে আজ আমার খেলার কথা ছিল না। বিরাট দুর্ভাগ্যবশত চোট পাওয়ায় আমি ম্যাচ খেলার সুযোগ পাই। আমি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছিলাম, জানি যে কোনও সময়ই সুযোগ আসতে পারে। গত বছর তো এশিয়া কাপে আমার সঙ্গে ঠিক এর উল্টোটা হয়েছিল। আমি চোট পেয়েছিলাম, তারপর আমার জায়গায় অন্য কেউ সুযোগ পায় এবং সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে।'
A solid win in the bag for #TeamIndia! 💪 💪
— BCCI (@BCCI) February 6, 2025
They beat England by 4⃣ wickets in Nagpur & take 1-0 lead in the ODI series! 👏 👏
Scorecard ▶️ https://t.co/lWBc7oPRcd#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/lJkHoih56n
তিনি আরও জানান হঠাৎ করেই রোহিত তাঁকে ফোন করে জানান যে তিনি ম্যাচ খেলতে পারেন। 'আমি গতকাল রাতে বসে বসে সিনেমা দেখছিলাম। ম্যাচ খেলছিলাম না, তাই একটু দেরিতে ঘুমোলে সমস্যা হবে না বলেই মনে হয়েছিল। তবে আমায় অধিনায়ক ফোন করে বলেন যে বিরাটের হাঁটু ফুলে রয়েছে তাই আমি খেলতে পারি। আমি সোজা নিজের ঘরে যাই এবং ঘুমিয়ে পড়ি।' বলে জানান শ্রেয়স। পরের ম্যাচে বিরাট ফিট হলে তাঁর কী হয় এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: এক ওভারে ২৬ রান খাওয়ার পর ম্যাচে ৩ উইকেট, স্বপ্নের অভিষেকে রোহিতের পরামর্শেই হর্ষিতের ভাগ্যবদল?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
