IND vs ENG: ৩৭১ ডিফেন্ড করতে ব্য়র্থ, পাঁচ শতরানের পরেও হার, তাও গিলকে দুরন্ত অধিনায়কের তকমা দিলেন গম্ভীর
Shubman Gill: নিজের টেস্ট অধিনায়ক হিসাবে কেরিয়ারটা পরাজয় দিয়েই শুরু করলেন ভারতীয় দলের পঞ্চম সর্বকণিষ্ঠ টেস্ট অধিনায়ক।

লিডস: ভারতীয় দলের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার, ৩৫০-র অধিক রানের পুঁজি নিয়েও ডিফেন্ড করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। এই প্রথম কোনও দল টেস্টে মোট পাঁচ শতরানের পরেও পরাজিত হল। তবে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরেও অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে বরং আশাবাদীই গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় কোচের মতে গিল দুরন্ত অধিনায়ক।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে বলতে শোনা , 'এটাই তো (অধিনায়ক হিসাবে) প্রথম টেস্ট ম্যাচ ওর। অধিনায়কত্ব করার সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের। ও নিজেও বলেছে সেটা। সবাই এই সুযোগ পায় না এবং সত্যি বলতে ও দুরন্ত অধিনায়কত্ব করেছে। প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে নিঃসন্দেহেই ও চাপে ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রথম ইনিংসে ও যেমনভাবে ব্যাট করেছে, শতরান হাঁকিয়েছে, সেটা প্রশংসনীয়।'
গম্ভীরের দাবি শুভমন গিলকে শুরুতেই গভীর সমুদ্রে ঠেলে দেওয়া হয়েছে। ইংল্যান্ডে অধিনায়কত্ব করাটা বেশ কঠিন। তাই তিনি গিলের হয়ে সময়ও চেয়ে নেন। 'সফল অধিনায়ক হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় ওর মধ্যে সব কিছু রয়েছে। খালি ওকে একটি সময় দিন। ওর তো সবে শুরু এই তো প্রথম ম্য়াচে অধিনায়কত্ব করল। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে ও আরও উন্নত হবে। এটা অনেকটা কাউকে গভীর সমুদ্রে ঠেলে দেওয়ার মতো। আমি নিশ্চিত ও দারুণ পেশাদার হিসাবে এই চ্যালেঞ্জটা উতরাবে।' বলেন গৌতি।
হেডিংলেতে পরাজয়ের পর শুভমন গিল দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের দিকেই কিন্তু আঙুল তুলেছেন। শুভমন বলেন, 'আমরা সুযোগ পেয়েছিলাম। তবে অনেক ক্যাচ ফেলি আমরা এবং আমাদের লোয়ার অর্ডার তেমন অবদানও রাখতে ব্যর্থ হয়। গতকাল আমরা ওই ৪৩০-র আশেপাশে ডিক্লেয়ার করার কথা ভাবছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমরা মাত্র ২০-২৫ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট খোয়াই, যেটা একেবারেই ভাল লক্ষণ নয়। হ্যাঁ, আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি। মাঠের মাঝে সবকিছুই এত দ্রুত হয়। কিন্তু এটা ঠিক যে আগামী ম্যাচগুলিতে আমাদের এই জায়গাটা শুধরাতে হবে। এমন উইকেটে সহজে সুযোগ মেলে না। আমরা ক্যাচ ফেলেছি বটে, তবে আমাদের দলটা তরুণ এবং আমাদের এখনও কিছু শিখতে হবে। আশা করছি পরবর্তী ম্যাচগুলিতে আমরা উন্নতি করতে পারব।'
এরপর ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড দল। সেই ম্যাচেই সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় দল।




















