India vs England: একদিন আগেই দ্বিতীয় টি-২০ ম্যাচের দল জানিয়ে দিল ইংল্যান্ড, সঙ্গে রাখল ধাঁধাও
IND vs ENG T20I: শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে ইংল্যান্ড। চেন্নাইয়েও ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ইংরেজদের।

চেন্নাই: ইডেনে প্রথম টি-২০ ম্যাচে ভারতের (India vs England) কাছে ৭ উইকেটে হার হজম করতে হয়েছে ইংল্যান্ডকে। শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে ইংল্যান্ড। চেন্নাইয়েও ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ইংরেজদের।
আর ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। তবে রেখে দিল ধোঁয়াশাও। কেমন হল ইংল্যান্ডের দল? ইডেন ম্যাচের একাদশই থাকছে? নাকি রাখা হচ্ছে চমক?
ইডেনে বল হাতে ব্যর্থ হয়েছিলেন পেসার গাস অ্যাটকিনসন। প্রথম ম্যাচে ২ ওভার বল করে ৩৮ রান দিয়েছিলেন তিনি। তাঁর উপর আর ভরসা রাখতে পারছেন না ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। অ্যাটকিনসনের পরিবর্তে প্রথম একাদশে আসছেন ব্রাইডন কার্স। তিনিও জোরে বোলার। প্রথম একাদশে এই একটিই বদল।
আরও পড়ুন: বিয়ের ২১ বছর পর ঘর ভাঙছে বীরেন্দ্র সহবাগের! স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা
তবে স্পিনার অলরাউন্ডার জেকব বেথেলকে নিয়ে ধোঁয়াশা রাখা হচ্ছে। চেন্নাইয়ে পৌঁছে অসুস্থ হয়ে পড়েছেন বেথেল। তাঁকে একাদশে রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথের আন্তর্জাতির টি-২০ ক্রিকেটে অভিষেক হবে।
Tuning up in Chennai 💪
— England Cricket (@englandcricket) January 24, 2025
Ready to hit back tomorrow 👊 pic.twitter.com/UBwolUmkP2
সূত্রের খবর, চেন্নাইয়ে শুক্রবার ইংল্যান্ডের অনুশীলনে আসেননি তাঁদের অলরাউন্ডার জেকব বেথেল। অসুস্থতার জন্যই সম্ভবত তিনি আসেননি ট্রেনিংয়ে। ম্যাচের দিন সকালেই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে, জেকবকে আদৌ খেলানো যাবে কি না। যদিও তাঁকে ১২ জনের দলে রেখেছেন অধিনায়ক জস বাটলার, কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বেথেল এখনও পর্যন্ত ৮ টি-২০ ম্যাচে করেছেন ১৮০ রান। ১৫৩.৮৪ স্ট্রাইক রেটে রান করেছেন । ব্যাটিং গড় ৪৫ । ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে বেথেল এখনও পর্যন্ত ৬১ টি-২০ ম্যাচে করেছেন ১১১১ রান। অনিয়মিত স্পিনার হিসেবেও সুনাম রয়েছে তাঁর ।
ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল (জেমি স্মিথ), জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিন হতাশ করলেন বাংলার বোলাররাও, মরণ-বাঁচন ম্যাচে কোণঠাসা বঙ্গ শিবির




















