India vs England: বাবা-মায়ের সামনে খেলতে পারবেন ভেবেই রোমাঞ্চিত ইডেনে ভারতের জয়ের নায়ক
IND vs ENG: বুধবার ইডেনে বল হাতে ইংল্যান্ডের আতঙ্ক হয়ে উঠেছিলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে তিন উইকেট। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন।

চেন্নাই: ইডেন তাঁর সেকেন্ড হোম। কারণ, আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সে। কেকেআরের ডেরার পিচ, পরিবেশ-পরিস্থিতি তাই হাতের তালুর মতো চেনা বরুণ চক্রবর্তীর কাছে।
কিন্তু শুনলে অবাক হতে হয় যে, ফার্স্ট হোম - চেন্নাইয়ে কোনওদিন ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয়নি বরুণ চক্রবর্তীর। তামিলনাড়ুর ক্রিকেটারের কাছে শনিবার হতে চলেছে ঐতিহাসিক দিন। ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। যে ম্যাচ দেখতে মাঠে থাকবেন বরুণের পরিবারও।
উচ্ছ্বসিত কেকেআরের বিস্ময় স্পিনার। ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমরা চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছি এবং এটি হবে ভারতের হয়ে চেন্নাইয়ে আমার প্রথম ম্যাচ। আমি উত্তেজিত কারণ আমার বাবা-মা আসবেন। আমার পরিবারও খুব উত্তেজিত হয়ে রয়েছে। এই প্রথম ঘরের মাঠে ওদের সামনে খেলার সুযোগ পাচ্ছি।'
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিন হতাশ করলেন বাংলার বোলাররাও, মরণ-বাঁচন ম্যাচে কোণঠাসা বঙ্গ শিবির
২০২৪ সালের অক্টোবরে ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে বরুণ চক্রবর্তী আটটি ম্যাচে ১১.৭ এর অত্যাশ্চর্য গড়ে এবং ৭.৩১ রান ওভার প্রতি খরচ করে ২০ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। যা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম পাঁচ উইকেট নেওয়ার নজির।
আইপিএলে (IPL) তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র। তাঁর বলের ঘূর্ণিতে ঘায়েল হয়েছেন বাঘা বাঘা ব্যাটাররা। সুনীল নারাইনের সঙ্গে তাঁর জুটি আইপিএলের অন্যতম সেরা স্পিন অস্ত্র হিসাবে সকলের সমীহ আদায় করে নিয়েছে।
বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) বুধবার ইডেনে বল হাতে ইংল্যান্ডের আতঙ্ক হয়ে উঠেছিলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে তিন উইকেট। শিকারের তালিকায়? জস বাটলার, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের ইনিংসে ধস নামান বরুণ। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন।
ইডেনে ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে বরুণ বলেছিলেন, 'আমি খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ঘরোয়া ক্রিকেটে ও দেশের অন্য সমস্ত টুর্নামেন্টে খেলব। আমার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়েছে। যে কারণে আইপিএলে এত আত্মবিশ্বাসী ছিলাম। তারপরই দেশের হয়ে প্রত্যাবর্তন ঘটানোর সুযোগ পাই। আইপিএল খেলে আমার খুব উপকার হয়েছে। সেই কারণেই আরও বেশি করে ম্যাচ খেলতে চাই। যাতে নিজের দক্ষতাকে পরীক্ষার মুখে ফেলতে পারি।'
আরও পড়ুন: বিয়ের ২১ বছর পর ঘর ভাঙছে বীরেন্দ্র সহবাগের! স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
