IND vs ENG Test Series: ম্যাচের সেরা হয়ে কেন পুরস্কার নিলেন না সিরাজ? শ্যাম্পেন না খুলে সতীর্থকে সম্মান শুভমনেরও
Mohammed Siraj: ম্যাচের পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) পুরস্কার বিজয়ীদের বিশেষ পুরস্কার দিয়েছিল। যদিও সেই উপহার গ্রহণ করেননি সিরাজ।

ওভাল: ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতের (India vs England) ৬ রানের রোমাঞ্চকর জয় চিরকাল টেস্ট ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি হয়ে থেকে যাবে। পঞ্চম দিনে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বিধ্বংসী স্পেলের দৌলতে ভারত ইংল্যান্ডকে ৩৬৭ রানে অল আউট করে দেয়। সিরাজ সেই ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছিলেন, যার জন্য তাঁকে ম্যাচের সেরার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।
ম্যাচের পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) পুরস্কার বিজয়ীদের বিশেষ উপহার দিয়েছিল। যদিও সেই উপহার গ্রহণ করেননি সিরাজ। কেন? কারণ ইসিবি-র তরফে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল শ্যাম্পেনের বোতল। মদের বোতল গ্রহণ করতে চাননি সিরাজ।
ওভাল টেস্টের পরে মহম্মদ সিরাজকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। গৌতম গম্ভীর এবং ব্রেন্ডন ম্যাকালাম যথাক্রমে হ্যারি ব্রুক এবং শুভমন গিলকে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত করেন। এই পুরস্কার বিজয়ীদের ECB ম্যাচের পরে শ্যাম্পেনের বোতল উপহার হিসেবে দিয়েছিল, কিন্তু মহম্মদ সিরাজ তা নিতে অস্বীকার করেন। অন্যদিকে, শুভমন গিল শ্যাম্পেনের বোতল গ্রহণ করলেও, সিরাজের সম্মানে তিনি বোতল খোলেননি।
মহম্মদ সিরাজ শ্যাম্পেনের বোতলটি গ্রহণ করেননি। গত আইপিএল শুরু হওয়ার আগে হায়দরাবাদের ডানহাতি পেসার হজ যাত্রাতেও গিয়েছিলেন।
View this post on Instagram
সিরিজে সবচেয়ে বেশি ওভার এবং তারপর...
মহম্মদ সিরাজ, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ওভার বল করা এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার ছিলেন। তিনি সিরিজের পাঁচটি ম্যাচে মোট ১৮৫.৩ ওভার বোলিং করেছেন, যেখানে তিনি ২৩টি উইকেট নিয়েছিলেন। এত ওভার, নেটে অনুশীলন এবং অনেক দিনের ফিল্ডিংয়ের পর সিরাজই নন, যে কোনও খেলোয়াড়ের শরীরই ক্লান্তি অনুভব করবে। তা সত্ত্বেও, তিনি ওভাল টেস্টের পঞ্চম দিনে ১৪৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে গাস অ্যাটকিনসনকে ক্লিন বোল্ড করেন।
সিরাজ ম্যাচের পর বলেছিলেন, 'যখনই দেশের জন্য মাঠে নামি, সব ক্লান্তি, সব ধকল কেটে যায়। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ খুব বেশিজন পায় না। কত ওভার বল করছি, ৬ ওভার, নাকি ৯ ওভার, সেসব মাথায় থাকে না। বল করে যেতে, নিজের সর্বস্ব নিংড়ে দিতে কখনওই আলাদা করে ভাবতে হয় না।'




















