IND vs NZ Day 2 Highlights: ১৩৪ রানের লিড নিউজ়িল্যান্ডের, হাতে ৭ উইকেট, হার বাঁচাতে পারবেন রোহিতরা?
India vs New Zealand Test Series: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস।
বেঙ্গালুরু: দেশের মাটিতে সর্বকালীন লজ্জার মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেটকে (Indian Cricket Team)। তাও বাংলাদেশকে টানা ৫ ম্যাচে হারিয়ে টেস্ট ও টি-২০ সিরিজ জেতার পরই। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখ পুড়ল ভারতের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে ৭ উইকেট। কোণঠাসা ভারত। এখান থেকে ম্যাচ বাঁচানোই কঠিন। ভারত কি ম্যাচের মোড় ঘোরানোর মতো অলৌকিক কিছু করতে পারবে?
চিন্নাস্বামী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন গোটাটাই ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আর তাতেই ভরাডুবি। রোহিত শর্মারা ৩১.২ ওভারে মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায়। দেশের মাটিতে টেস্টে কোনও ইনিংসে এটাই ভারতের সবচেয়ে কম রানে অল আউট হয়ে যাওয়ার নজির।
যার পর প্রশ্ন উঠছে, পরিবেশ-পরিস্থিতি বুঝতে ভুল করল ভারত? তিন স্পিনারে দল সাজানো ভারতের পক্ষে চতুর্থ ইনিংসে নিউজ়িল্যান্ডকে ব্যাটিং করানোর জন্য প্রথমে নিজেরা ব্যাট করে নেওয়ার কৌশল সঠিক বলেই মনে করছেন কেউ কেউ। তবে দুদিন ধরে কভারে ঢাকা পিচের স্যাঁতস্যাঁতে ভাব আর মেঘলা আবহাওয়ার যে পেসাররা সুবিধা পাবেন, সেটা কেন আগাম আঁচ করতে পারলেন না রোহিত শর্মা-গৌতম গম্ভীররা, তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিবেশ-পরিস্থিতির ফায়দা তুলে জ্বলে উঠলেন নিউজ়িল্যান্ডের পেসাররা। ম্যাট হেননির পাঁচ উইকেট। চার উইকেট উইলিয়াম ও'রুরকের। ঋষভ পন্থ ২০ ও যশস্বী জয়সওয়াল ১৩ ছাড়া ভারতের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান নিউজ়িল্যান্ডের। ওয়ান ডে ক্রিকেটের আদলে ব্যাটিং করে ১০৫ বলে ৯১ রান করেন ডেভন কনওয়ে। তাঁকে ফেরান আর অশ্বিন। নিউজ়িল্যান্ডের ৩টি উইকেটই নিয়েছেন ভারতের স্পিনাররা। অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিন কি দ্রুত নিউজ়িল্যান্ডকে অল আউট করে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।