IND vs NZ: নতুন বছরে প্রথম লক্ষ্য কিউয়ি-বধ, কবে হবে ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা? জানাল বোর্ড
India vs New Zealand: ১১ জানুয়ারি থেকে ভারত বনাম নিউজ়িল্যান্ডের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হবে।

নয়াদিল্লি: নতুন বছরে লক্ষ্য পুনরায় বিশ্বজয়। তবে তার আগে ভারতীয় দল বছরের শুরুটা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ওয়ান ডে সিরিজ় দিয়ে করবে। টি-টোয়েন্টি সিরিজ় এবং বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়ে গেলেও, ১১ তারিখ থেকে শুরু হওয়া ৫০ ওভারের সিরিজ়ের দল এখনও ঘোষণা করা হয়নি। সেই দল কবে ঘোষিত হবে, সেই অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। এবার ওয়ান ডে সিরিজ়ের জন্য দল ঘোষণার দিনক্ষণ জানা গেল।
ওয়ান ডে সিরিজ়ের দল ঘোষণার দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা অব্যাহতই ছিল। এখনও পর্যন্ত কেউই স্পষ্টভাবে কিছু জানিয়েছিলেন না। অনেকে দাবি করছিলেন চলতি বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে সেই বুঝেই দল ঘোষণা করা হবে বলে ভারতীয় নির্বাচকরা অপেক্ষা করছেন। তবে সেই অপেক্ষা দ্রুতই শেষ হতে চলেছে। এই বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক TOI-কে জানান, 'অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট নির্বাচক কমিটি ৩ জানুয়ারি অনলাইনের মাধ্য়মে সাক্ষাৎ করবে। সেই বৈঠকেই সিরিজ়ের দল বাছাই করা হবে।'
বছরশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার, দলের অধিনায়ক, সহ-অধিনায়ক কেউই খেলেননি। দুইজনেই চোটের কবলে ছিলেন। তবে শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়ক শুভমন গিল এই সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে পারেন। তিনিই সম্ভবত এই সিরিজ়ে পুনরায় ওয়ান ডে দলকে নেতৃত্ব দেবেন। তবে শ্রেয়স আইয়ার সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাবের জন্য রিপোর্ট করলেও, তিনি এই সিরিজ়ের জন্য অন্তত সময়ে ফিট হতে পারবেন না বলেই প্রাথমিক ধারণা।
শোনা যাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে মহম্মদ শামিও জাতীয় দলে ফিরতে পারেন। NDTV-র খবরের সূত্র অনুযায়ী মহম্মদ শামি ফিরতে পারেন দলে। বিসিসিআই সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেটে শামি ধারাবাহিকভাবে গত ২-৩ মাস ধরে খেলছেন। আর পারফর্মও করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'মহম্মদ শামিকে নিয়ে আলোচনা চলছেই। ওকে আমরা হিসেবের খাতা থেকে বাদ রাখিনি কখনওই। কিন্তু ওর ফিটনেসটাই একমাত্র ইস্যু। কিন্তু মাঠে নামলেই উইকেট তুলতে শামি ওস্তাদ। এটা বলা ভুল হবে যে ওকে হিসেবের খাতায় রাখা হয়নি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শামিকে খেলানো হতে পারে। ২০২৭ বিশ্বকাপেও শামির খেলা সম্ভব।'
তবে শামি খেললেও এই সিরিজ়ের জন্য বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারেই বলে শোনা যাচ্ছে।




















