IND vs NZ: ওয়াংখেড়েতে অনবদ্য কৃতিত্বের জন্য কোহলিকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদির
Virat Kohli: ওয়াংখেড়েতে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে প্রথম ব্যাটার হিসাবে ৫০টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরান হাঁকানোর রেকর্ড গড়েন বিরাট কোহলি।
মুম্বই: প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশপূরণ হল অবশেষে। ওয়ান ডে ক্রিকেটে সকলকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের উপস্থিতিতে তাঁর ঘরের মাঠে, তাঁরই রেকর্ড ভাঙলেন ভারতের মহাতারকা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে এল শতরানের ইনিংস। প্রথম ব্যাটার হিসাবে শতরানের হাফসেঞ্চুরি হাঁকান 'কিং কোহলি'।
ওয়াংখেড়েতে সেমিফাইনাল উপলক্ষ্যে চাঁদের হাট। ডেভিড বেকহ্যাম, সচিন তেন্ডুলকর থেকে মুকেশ আম্বানি, রণবীর কপূর, কে নেই মাঠে। তাঁদের সকলের সামনেই নতুন ইতিহাস গড়লেন ভারতের মহাতারকা। কোহলির বিরাট কীর্তিতে চারিদিকে শোরগোল। শুভেচ্ছা বন্যায় ভাসছেন তিনি। কোহলির জন্য শুভেচ্ছাবার্তা ভেসে এল দেশের প্রধানমন্ত্রীর তরফেও। ভারতীয় ক্রিকেটের নক্ষত্রকে নয়া ইতিহাস গড়ার জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি।
মোদি কোহলিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'আজ বিরাট কোহলি শুধু ৫০তম শতরান হাঁকাননি, একজন ক্রীড়াবিদের মনোভাব এবং মানসিকতা কেমন হওয়ার প্রয়োজন, তার আদর্শ উদাহরণও দিয়েছেন। এই দুরন্ত কৃতিত্ব তাঁর অনবদ্য অধ্যাবসায় এবং অসাধারণ প্রতিভার পরিচয়বাহক। আমার তরফে ওর জন্য অনেক অনেক শুভেচ্ছাবার্তা রইল। ও যেন এভাবেই একের পর এক মাইলফলক গড়ে ভবিষ্যত প্রজন্মকে উদ্বুদ্ধ করতে থাকে সেটাই আশা করি।'
Today, @imVkohli has not just scored his 50th ODI century but has also exemplified the spirit of excellence and perseverance that defines the best of sportsmanship.
— Narendra Modi (@narendramodi) November 15, 2023
This remarkable milestone is a testament to his enduring dedication and exceptional talent.
I extend heartfelt… pic.twitter.com/MZKuQsjgsR
ওয়াংখেড়েতে ১১৩ বলে ১১৭ রান করেন বিরাট কোহলি। তাঁর ও শ্রেয়স আইয়ারের শতরানের ইনিংসে ভর করেই ভারতীয় দল বোর্ডে ৩৯৭ রান তোলে। তবে এদিন কিন্তু বিরাট কোহলি একা নন, রেকর্ড গড়েছেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে এখন তিনিই সর্বাধিক ছক্কার মালিক। এদিন কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে ব্যাটিং করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটি ছক্কা হাঁকিয়ে ক্রিস গেলকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে গেলেন রোহিত। ৫০ ছক্কার মালিক এই মুহূর্তে হিটম্য়ান। গেলের ঝুলিতে রয়েছে ৪৯টি ছক্কা। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ঝুলিতে রয়েছে ৪৩টি ছক্কা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে ওয়াংখেড়ের গ্যালারিতে চাঁদের হাট, বলিউডে লকডাউন?