IND vs NZ: না তাকিয়েই ছক্কা শ্রেয়স, সঞ্জুর, অনুশীলনে বড় শট হাঁকানোর মহড়া সারলেন ব্যাটাররা
IND vs NZ T20I Series: ম্যাচের আগেরদিনই সাংবাদিক সম্মলনে ভারতীয় ব্যাটারদের নির্ভীকভাবে খেলার পরামর্শ দিয়েছেন সিরিজে দলের কোচ ভিভিএস লক্ষ্মণ।
ওয়েলিংটন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়োন্টি সিরিজ খেলতে নেমে পড়বে টিম ইন্ডিয়া (IND vs NZ T20I Series)। রোহিত শর্মা, কেএল রাহুলদের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিদে ভারতীয় দলকে (Indian Cricket Team) নেতৃত্ব দেওয়ার দায়িত্বে রয়েছেন হার্দিক পাণ্ড্য। কোচিংয়ের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ। ম্যাচের আগের দিন জমিয়ে অনুশীলন সারলেন ভারতীয় তারকারা।
শ্রেয়স, সঞ্জুদের মহড়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ করে ইনিংসের শুরুর দিকে ভারতের রান করার গতি নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছিলেন। সেমিফাইনালে হেরে ছিটকে যাওয়ার ক্ষতও এখনও শুকিয়ে যায়নি। এবার পালা জবাব দেওয়ার। অধিনায়ক হার্দিকের অধীনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভারতীয় দল জমিয়ে অনুশীলন করল। হার্দিক, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), দীপক হুডা, সঞ্জু স্যামসন (Sanju Samson), সকলেই মাঝ ক্রিজে থ্রো ডাউনের বিরুদ্ধে বড় শট হাঁকানোর অনুশীলন সারলেন। সঞ্জু এবং শ্রেয়স তো একেবারে না দেখেই লম্বা ছক্কাও হাঁকালেন। মোটের ওপর বলতেই হবে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের বড় শট মারার মহড়াটা কিন্তু টিম ইন্ডিয়া ভালভাবেই সেরে রাখল। এবার অপেক্ষা মাঠে নেমে ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন তা দেখার।
TICK..TICK..BOOM 💥💥
— BCCI (@BCCI) November 17, 2022
All charged up for the #NZvIND T20I series opener#TeamIndia 🇮🇳 pic.twitter.com/AsNSTeMqq8
লক্ষ্মণের বার্তা
সিরিজ শুরুর আগেই কোচ লক্ষ্মণ ভারতীয় ব্যাটারদের নির্ভীক ও স্বাধীনভাবে খেলার পরামর্শ দিয়ে রেখেছেন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লক্ষ্মণ বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট নির্ভীকভাবে, স্বাধীন মনে খেলা উচিত। আমাদের দলে এমন প্রচুর খেলোয়াড় আছেন যারা স্বাধীনভাবে নিজেদেরকে মেলে ধরে একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের তরফে ওঁদের একটাই বার্তা দেওয়া হয়েছে যে ওঁরা যেন নির্ভীকভাবে নিজের খেলাটা খেলে। তবে পরিবেশ এবং ম্যাচের পরিস্থিতিটাও মাথায় রাখতে হবে এবং সেইমতো পরিকল্পনাও তৈরি করার প্রয়োজন।' সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ করে নতুন বলের বিরুদ্ধে ভারতীয় দলের দ্রুত রান তুলতে পারার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরেই লক্ষ্মণ এহেন মন্তব্য করলেন।
আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই হার্দিকের নাগাল থেকে ট্রফি ছিনিয়ে নিলেন কেন উইলিয়ামসন!