IND vs PAK: ভারত-পাক ম্যাচের প্রোমো ঘিরে প্রবল বিতর্ক, রোষের মুখে সহবাগ, BCCI থেকে এশিয়া কাপের ব্রডকাস্টার
Asia Cup 2025: এশিয়া কাপের এই প্রমোশোনাল ভিডিওতে যেমন সূর্যকুমারের দেখা মিলেছে, তেমনই সেখানে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি এতে রয়েছেন 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সহবাগও।

নয়াদিল্লি: প্রবল জল্পনা-কল্পনা, সমালোচনার মাঝেও এশিয়া কাপে (Asia Cup 2025) ১৪ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই পড়শি দেশের লড়াই মানেই টানটান উত্তেজনা, সমর্থকদের উন্মাদনা। তবে এবার পরিস্থিতিটা খানিক আলাদা। সেই পরিস্থিতিতে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের একটি প্রমোশনাল ভিডিও আপলোড করেই রোষের মুখে পড়তে হল এশিয়া কাপের ব্রডকাস্টার সোনি স্পোর্টস নেটওয়ার্ককে।
সোনি স্পোর্টসের তরফে যে প্রমোশনাল ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে যেমন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারের দেখা মিলেছে, তেমনই সেখানে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এই ভিডিওতে বাড়তি ঝাঁঝ যোগ করতে রয়েছেন 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সহবাগও (Virender Sehwag)। তবে ২৩ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হানার পর থেকেই ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। বিভিন্ন মহল থেকে এই ম্যাচ বয়কটের দাবি উঠেছে। তবে বিসিসিআই এর সম্পূর্ণ পরিপন্থী সিদ্ধান্ত নেওয়ায় সমর্থকদের একাংশ তো বটেই, প্রাক্তন বেশ কিছু খেলোয়াড়ও ক্ষুব্ধ।
এই পরিস্থিতিতে এই প্রমোশনাল ভিডিও যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। একদিকে যেমন সমর্থকরা এই ম্যাচ বয়কটের দাবি তুলেছেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় এশিয়া কাপের ব্রডকাস্টার সোনি স্পোর্টস নেটওয়ার্ককে বয়কটের ডাকও উঠেছে।
We will Boycott pic.twitter.com/FCQ7ZcqaHU
— Surenddra verma (@mrsurendra) August 25, 2025
Boycott asia cup
— Rajat sharma (@rajatzzzzz) August 25, 2025
Boycott sonyliv pic.twitter.com/FzwTEQvIE2
Have some shame @SonySportsNetwk @BCCI @JayShah. Kitna giroge? pic.twitter.com/U5lL872JwA
— Alpaca Girl (@Alpakanya) August 26, 2025
Shame on @BCCI @JayShah @SonySportsNetwk 🤬🤬🤬 pic.twitter.com/cqNIehTEbw
— Arun | अरुण (@MrAruun) August 25, 2025
এই ম্যাচ আয়োজন ঘিরে তীব্র আপত্তি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচ তিনি দেখবেন না। তিনি বলেন, 'এই ম্যাচটা হচ্ছে দেখে আমি সত্যি বলতে বেশ বিস্মিত। পহেলগাঁওয়ে নিরপরাধ মানুষদের হত্যা এবং তারপর যে যুদ্ধটা হয়েছিল, সেই সময় শোনা যাচ্ছিল আমরা নাকি ওদের যথাযোগ্য জবাব দেব। তার কিছু মাস পরেই সবাই সবকিছু যেন ভুলে গিয়েছে। এই ম্যাচটা যে হবে, মানুষের জীবনের যে কোনও মূল্য নেই, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে ওরা কী অর্জন করতে চাইছে? মানুষের জীবনের মূল্য যে কোনও খেলার থেকে সবসময়ই বেশি। আমি তো কোনওভাবেই ওই ম্যাচটা দেখব না, কোনও প্রশ্নই আসছে না।'




















