INDW vs PAKW: অক্টোবরে পুজোর আগেই বিশ্বকাপের মঞ্চে ফের একবার ভারত-পাক দ্বৈরথ
Womens T20 World Cup 2024: টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচে বাংলাদেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে শারজায়। এরপরের ম্য়াচটি হবে পাকিস্তান বনাম এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।
মুম্বই: চলতি বছরই বসতে চলেছে মহিলা ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ( Womens T20 World Cup 2024) আসর। আইসিসির তরফে সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি অনুযায়ী আগামী ৬ অক্টোবর ভারত-পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথ। তার তিন দিন আগেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। বাংলাদেশ বনাম স্কটল্যান ম্য়াচ দিয়েই শুরু হতে চলেছে এবারের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। তবে সবচেয়ে হাইভোল্টেজ মহারণটি হতে চলেছে আগামী ৬ অক্টোবরই। তবে হরমনপ্রীত (Harmanpreet Kaur), স্মৃতিরা (Smriti Mandhana) তাঁদের টুর্নামেন্টের অভিযান শুরু করতে চলেছে আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
সংযুক্ত আরব আমিরশাহিতে মহিলা ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। প্রথমে বাংলাদেশে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছে আইসিসি। দুটো ভেনুতে মূলত এই ম্য়াচগুলো হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। ১৮ দিনের টুর্নামেন্টে মোট ২৩টি ম্য়াচ আয়োজিত হবে। ভারত রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। প্রতিটি টিম গ্রুপ পর্বে চারটি করে ম্য়াচ খেলবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচে বাংলাদেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে শারজায়। এরপরের ম্য়াচটি হবে পাকিস্তান বনাম এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। ৪ অক্টোবর দুবাইয়ে মুখোমুখি হবে ২০২৩ সালের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় আইসিসির চেয়ারম্য়ান হলেন জয় শাহ। দায়িত্ব নিয়েই জয় শাহ ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাও বলেন। তিনি জানান, 'আমাদের প্রধান লক্ষ্য হল ক্রিকেটকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এর জনপ্রিয়তা আরও বাড়ানো। আমরা যেমন অতীত থেকে শিক্ষা নেব, তেমনই বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের সেই লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এর ফলে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছবে।'
আরও পড়ুন: খুনের মামলায় অভিযুক্ত শাকিব, সতীর্থের সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট বাংলাদেশি ক্রিকেটারদের