(Source: ECI/ABP News/ABP Majha)
IND Vs SA Live: ডি জর্জ়ির শতরানে ভর করে দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
India Vs South Africa 2nd ODI Live Updates: এই ম্যাচেই ওয়ান ডে অভিষেক ঘটাচ্ছেন তরুণ রিঙ্কু সিংহ।
LIVE
Background
এবেখা: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন বল করতে নামছিলেন ভারতের (IND vs SA) পেস ত্রয়ী অর্শদীপ সিংহ, মুকেশ কুমার ও আবেশ খান, ওয়ান ডে ক্রিকেটে তিনজনের মিলিত উইকেট সংখ্যা ছিল ৭! সেই পেস-ত্রয়ীই দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৬ রানে অল আউট করে দেন। স্যুইং ও সিম বোলিংয়ের আদর্শ পরিবেশ, সঙ্গে দোসর অসমান বাউন্স, প্রোটিয়া ব্যাটিংয়ে থরহরিকম্প ধরিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসাররা।
সিরিজে ১-০ এগিয়ে ভারত, এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ মঙ্গলবার এবেখায়। তবে মঙ্গলবারের ম্যাচ দিন-রাতের। ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টেয়। গত চার বছরেরও বেশি সময় এবেখায় কোনও ওয়ান ডে ম্য়াচ হয়নি। তবে এই মাঠে খুব একটা বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। গত ১২ বছরে আটটি ওয়ান ডে ম্য়াচে কোনও তিনশো রানের ম্যাচ হয়নি। দক্ষিণ আফ্রিকার মাঠগুলির মধ্যে সবচেয়ে মন্থর উইকেট এবেখাতেই। ভারতীয় শিবির তাই চাইবে এবেখাতেই সিরিজের ফয়সালা সেরে ফেলা। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা এক ম্যাচ বাকি থাকতেই।
দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচ জিততেই হবে। তা নাহলে গত আড়াই বছরের মধ্যে ঘরের মাঠে চারটি ওয়ান ডে সিরিজ হারবেন প্রোটিয়ারা। যে রেকর্ড মোটেও খুব একটা আশাব্যঞ্জক হবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য।
প্রথম ওয়ান ডে-তে দুই শিবিরের দুই নবাগত নজর কেড়ে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার। যিনি গতি ও স্যুইংয়ের যুগলবন্দিতে ভবিষ্যতের ভরসা হয়ে ওঠার স্বপ্ন দেখিয়েছেন। অন্যদিকে সাই সুদর্শন জোহানেসবার্গেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে-তে নেমেছিলেন। আর অভিষেকের মঞ্চেই হাফসেঞ্চুরি করে জ্বলে ওঠেন। দ্বিতীয় ম্যাচেও এই দুজনের দিকেই নজর থাকবে।
সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং রেকর্ড লজ্জাজনক। রবিবার জোহানেসবার্গে ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যা ভারতের বিরুদ্ধে শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে প্রথমবার তাদের একশো পেরনোর নজির। আগের দু'ম্যাচে একশোও তুলতে পারেনি। মঙ্গলবার কী হবে?
IND Vs SA Live Score: আট উইকেটে জয়
৪৫ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। ১১৯ রানে অপরাজিত রইলেন ডি জর্জ়ি।
IND Vs SA 2nd ODI: প্রথম শতরান
১০৯ বলে নিজের কেরিয়াকের প্রথম ওয়ান ডে শতরান হাঁকালেন টনি ডি জর্জ়ি। তাঁর শতরানে ভর করে দক্ষিণ আফ্রিকা ম্যাট জিতে সিরিজ়ে সমতা ফেরানোর একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮৭/১। জয়ের জন্য প্রোটিয়া দলের আর মাত্র ২৫ রানের প্রয়োজন।
IND Vs SA Live Score: ১৫০ রানের গণ্ডি পার
এক উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। ৩১ ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর এক উইকেটে ১৬০ রান।
IND Vs SA 2nd ODI: শতরান পার
জয়ের দিকে তড়তড়িয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা দল। ২৩ ওভারে বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করে ফেলল প্রোটিয়া শিবির। কেরিয়ারের প্রথম ওয়ান ডে অর্ধশতরান হাঁকালেন ডি জর্জ়ি। ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫। জর্জ়ি ৬৫ ও রিজ়া হেন্ডরিক্স ৩৭ রানে ব্যাট করছেন।
IND Vs SA Live Score: উইকেট ফেলতে ব্যর্থ ভারত
১৭ ওভারেও একটিও উইকেট ফেলতে পারেনি ভারত। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৭৪ রান।