IND vs SA: অর্শদীপের দিকে গম্ভীর চাহনি, চোয়াল শক্ত করে হাত মেলালেন দুবের সঙ্গে, হারের পর ভাইরাল গৌতির ভিডিও
India vs South Africa: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫১ রানে পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল।

মুল্লানপুর: সামনে রেকর্ড রান করে জয়ের সুযোগ ছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই রান তাড়া করে ম্যাচ জিততে ব্যর্থ হয় ভারতীয় দল। ৫১ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে। এই ম্যাচশেষেই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার সময়কার ভিডিও নেটিজেনদের বেশ নজর কেড়েছে।
প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন তৈরি হয়। অধিনায়ক এবং সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভমন গিল, উভয়েই ব্যাট হাতে ফের ব্যর্থ হন। দলের ডেথ ওভারে বোলিং নিয়ে উঠে প্রশ্ন। অর্শদীপ সিংহ তো এক ওভারে রেকর্ড সাত সাতটি ওয়াইড বল করেন। এমন ম্যাচে পরাজয়ের পর হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। ম্যাচশেষে কোচ গৌতম গম্ভীরের চোয়াল শক্ত, এক ভাইরাল ভিডিওতে করমর্দনের পর তাঁকে বেশ গম্ভীরভাবে অর্শদীপের দিকে তাকাতেও দেখা যায়। অনেকেই মনে করছেন তাঁর শরীরি ভাষাই দলের পরাজয়ের পর তিনি ঠিক কী মনে করছিলেন, তা ব্যাখা করার জন্য যথেষ্ট।
After today's loss, Gautam Gambhir was looking angry during the handshake with Indian players like Jitesh Sharma and Arshdeep Singh.
— Tejash (@Tejashyyyyy) December 11, 2025
Look at the attitude of this man; rather than boosting the confidence of players, he was looking at them angrily 💔 pic.twitter.com/0nJTTZ8qfQ
এই ম্যাচটি মুল্লানপুরে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। এই ম্যাচের সময়ই মাঠে দুই বিশ্বজয়ীর নামে স্ট্যান্ড উন্মোচিত হল। যুবরাজ সিংহ ও হরমনপ্রীত কৌরকে দারুণভাবে সম্মান জানানো হল । দুই তারকার নামে মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরদুটি স্ট্যান্ডের নামকরণ করা হল বৃহস্পতিবার। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে দুটি স্ট্যান্ডের নামকরণ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। হাজির ছিলেন যুবরাজ ও হরমনপ্রীত। দুই তারকাকে সংবর্ধনাও দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।
ম্যাচে মাঠে ছিলেন হরমনপ্রীতের বিশ্বকাপজয়ী দলের দুই সতীর্থ হার্লিন দেওল ও আমনজ্যোৎ কৌর, দলের ফিল্ডিং কোচ মুনিশ বালি। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিঠুন মানহাসও। স্ট্যান্ড উদ্বোধনের পর বিশ্বকাপজয়ী হরমনপ্রীত, হার্লিন ও আমনজ্যোৎকে ১১ লক্ষ টাকা করে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ফিল্ডিং কোচ মুনিশ বালি ৫ লক্ষ টাকা পান।
















