IND Vs SA Live: সঞ্জুর ব্যাটিংয়ের পর অর্শদীপের বোলিং, দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ান ডেতে হারিয়ে সিরিজ় জয় ভারতের
India Vs South Africa 3rd ODI Live Updates: ভারতের হয়ে এই ম্যাচেই অভিষেক ঘটাচ্ছেন রজত পাতিদার।

Background
পার্ল: তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে হেলায় প্রোটিয়া বাহিনীকে হারিয়ে দিয়েছিল ভারত (India Cricket Team)। তবে দ্বিতীয় ম্য়াচেই দুর্দান্তভাবে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। টোনি জর্জির শতরানের ওপর ভর করে দ্বিতীয় ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এমনকী ব্য়াটিং-বোলিং কোনও বিভাগেই প্রোটিয়াদের আগের ম্য়াচে টেক্কা দিতে পারেনি ভারত। আজ তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ২ দল মুখোমুখি হতে চলেছে পার্লে। এই ম্য়াচ যে জিতবে, সিরিজও তাঁরাই দখল করে নেবে।
IND Vs SA 3rd ODI: ভারতের জয়
সিরিজ় জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে ৭৮ রানে হারিয়ে ২০১৮ সালের পর মাত্র দ্বিতীয়বার রামধনুর দেশে ওয়ান ডে সিরিজ় জিতল ভারত। ২১৮ রানেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
IND Vs SA 3rd ODI: অর্শদীপের তৃতীয় সাফল্য
ম্যাচে নিজের তৃতীয় সাফল্য পেলেন অর্শদীপ সিংহ। কেশব মহারাজকে ১৪ রানে ফেরালেন তিনি। ২১০ রানে অষ্টম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।




















