IND vs SA Innings Highlights: দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র ৩০ রানের লিড, কেন ৯ উইকেট পড়তেই অল আউট ঘোষণা করা হল ভারতকে?
India vs South Africa: ইডেনে রুদ্ধশ্বাস দিকে এগোচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) প্রথম টেস্ট ম্যাচ। যে ম্যাচের পরতে পরতে নাটক।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেনে রুদ্ধশ্বাস দিকে এগোচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) প্রথম টেস্ট ম্যাচ। যে ম্যাচের পরতে পরতে নাটক। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তোলা ১৫৯ রানের জবাবে ভারত গুটিয়ে গেল ১৮৯ রানে। মাত্র ৩০ রানের লিড পেল ভারত। ইডেনের পিচে ব্যাটিং ক্রমশ কঠিন হয়ে উঠছে। বল ঘুরছে, লাফাচ্চে, নীচু হচ্ছে। অনেকেই ভেবেছিলেন, এই পিচে অন্তত শ'খানেক রানের লিড মহার্ঘ হতে পারে ভারতের কাছে। কিন্তু ভারতীয় ব্যাটিংও পরল পরীক্ষার মুখে। দুশো স্পর্শ করতে পারল না টিম ইন্ডিয়া। ৬২.২ ওভারে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
যদিও স্কোরবোর্ড বলছে, ৬২.২ ওভারে ভারতের প্রথম ইনিংসের স্কোর ১৮৯/৯। এক উইকেট হাতে থাকা সত্ত্বেও অল আউট হয়ে গেল ভারত। কিন্তু কেন? কেন ৯ উইকেট পরতেই অল আউট ঘোষণা করা হল ভারতকে?
কারণ, ঘাড়ের ব্যথার জন্য ব্যাট করতে নামতে পারলেন না শুভমন গিল। চার নম্বরে ব্যাট করতে নেমে শুভমন শুরু করেছিলেন আগ্রাসী মেজাজে। প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারকে স্যুইপ মেরে বাউন্ডারিতে ফেললেন। গ্যালারিতে তখন গর্জন ক্রিকেটপ্রেমীদের। তারপরই কোথা থেকে যেন কী হয়ে গেল! স্যুইপ শট শেষ করে উঠতে গেলেন শুভমন। আচমকাই যন্ত্রণায় ছটফট করে উঠলেন। ইশারা করে ডাকলেন ফিজিওকে। ফিজিও দৌড়ে ঢুকলেন মাঠে। শুরু হল শুশ্রূষা।
Innings Break!#TeamIndia have secured a lead of 3⃣0⃣ runs in the first innings 👍
— BCCI (@BCCI) November 15, 2025
Over to our bowlers in the second innings!
Scorecard ▶️ https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/pyAO3XPGfA
গ্যালারিতে তখন উদ্বেগ। অনেকে বুঝেই উঠতে পারছেন না যে, ঠিক কী হয়েছে শুভমনের। খানিক পরে দেখা গেল, কাঁধে চিকিৎসা চলছে তাঁর। ব্যথা নিরাময়কারী স্প্রে দিয়েও অবশ্য সোজা হতে পারলেন না শুভমন। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ৩ বলে ৪ রান করে। আহত ও অবসৃত হলেন শুভমন। তিনি বাকি সময়টা ড্রেসিংরুমে নেক কলার পরে বসেছিলেন বলে শোনা গেল। আর ব্যাট করতে নামেননি। সেই কারণেই ৯ উইকেট পড়তেই ভারতকে অল আউট ঘোষণা করা হল।
ব্যাট হাতে লড়াই করলেন কে এল রাহুল (৩৯ রান), ওয়াশিংটন সুন্দর (২৯ রান), ঋষভ পন্থ (২৭ রান) ও রবীন্দ্র জাডেজা (২৭ রান)। হার্মার নিলেন ৪ উইকেট। ৩ উইকেট মার্কো জানসেনের।




















