IND vs SA: টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের দক্ষতা প্রমাণে বদ্ধপরিকর মহম্মদ সিরাজ
Mohammed Siraj: এই সিরিজ়ের আগে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচে দশ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ।

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে। সেই ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে সেই ম্যাচ জেতানো স্মরণীয় স্পেলের পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচে দশ উইকেট নিয়েছিলেন তিনি। ইডেনে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে লাল বল হাতে মহম্মদ সিরাজকে দেখা যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দক্ষিণ আফ্রিকার ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর সিরাজ।
তিনি ম্যাচের আগে ব্রডকাস্টারদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য এই সিরিজ়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু দক্ষিণ আফ্রিকা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজেতা। ওরা পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল। তবে আমদের নিজেদের ফর্মও বেশ ভাল। দলের অন্দরমহলও বেশ ইতিবাচক। ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা ভাল পারফর্ম করেছি, ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজে বেশ ভাল ছন্দে রয়েছি এবং সেটাকে কাজে লাগানের লক্ষ্যে। শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেললেই তো নিজেদের দুর্বলতা, ত্রুটিগুলি বোঝা যায়। সেই কারণেই আমি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে রয়েছি।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সিরাজ, বুমরা, আকাশ দীপরা রয়েছেন। তবে রঞ্জিতে ভাল পারফর্ম করলেও, মহম্মদ শামি এখনও জাতীয় দলে ব্রাত্য। এই বিষয়ে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে আজকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়। তিনি আকাশ দীপদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নির্বাচকদের দিকে শামির ফিটনেস প্রসঙ্গ ঠেলে দেন।
তবে শামির জন্য সুখবর। ভারতের টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় এসেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। শোনা যাচ্ছে, তিনি টেস্ট ম্যাচের ফাঁকেই একদিন শামির বোলিং দেখতে কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে যেতে পারেন। সেখানে শামি যদি আগরকরের সামনেই বল হাতে জ্বলে ওঠেন, তাহলে কিন্তু তাঁর জাতীয় দলে ফেরার পথ খুলে যেতে পারে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ইডেনে আয়োজিত হওয়ার সময়ই বাংলা আবার অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামবে। শামি বাংলার হয়ে গত ম্যাচে খেললেননি। তবে ইতিমধ্যেই তিনি বাংলার হয়ে চার ইনিংস বোলিং করে ১০.৪৬ গড়ে ১৫টি উইকেট নিয়েছেন। তাই অসমের বিরুদ্ধেও তাঁর বোলিং বিক্রম অব্যাহত থাকলে ফের একবার শামির জাতীয় দলে কামব্যাক ঘটতেই পারে। নিজেই সেই বিষয়ে নিঃসন্দেহেই বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন বাংলা, তথা ভারতের তারকা বোলার।




















