Gill on Shami: ফিটনেস নিয়ে প্রশ্ন এড়ালেন, দল থেকে শামির বাদ পড়ার বিষয়ে ভবিষ্যতের প্রসঙ্গ টানলেন অধিনায়ক গিল
Mohammed Shami: মহম্মদ শামি ইতিমধ্যেই এবারের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে চার ইনিংস বোলিং করে ১০.৪৬ গড়ে ১৫টি উইকেট নিয়েছেন।

কলকাতা: সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সেরা ফাস্ট বোলারদের প্রসঙ্গ উঠলে, মহম্মদ শামির (Mohammed Shami) নাম আসবেই। তবে হালে তিনি জাতীয় দলের বাইরেই রয়েছেন। প্রধান নির্বাচক অজিত আগরকর শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেও, রঞ্জিতে খেলে এবং দুরন্ত পারফর্ম করে শামি আগরকরকে পাল্টা জবাব দেন। সেই নিয়ে বিতর্কও শুরু হয়। এবার শামির ঘরের মাঠ কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ভারতীয় দল প্রথম টেস্টে নামার আগেও অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) মুখে শামির প্রসঙ্গ উঠে এল।
শুভমন গিলের মতে টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের দিকে এক নজর রেখেই দল নির্বাচন করে। হালে আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণদের পারফরম্যান্স টেনে এনে শুভমনের দাবি, 'আমার মনে হয় না বিশ্বে ওঁর মতো দক্ষ বোলার খুব বেশি আছে। তবে যে বোলাররা এখন খেলছে, তাদের দিকটাও তো একটু ভেবে দেখতে হবে। ওরা তো দুরন্ত পারফর্ম করেছে। আকাশ দীপ বা প্রসিদ্ধ কৃষ্ণদের পারফরম্যান্সকে তো আর এড়িয়ে যাওয়া যায় না। টেস্ট ক্রিকেটে মহম্মদ সিরাজ আর যশপ্রীত বুমরার পারফরম্যান্স সকলেই জানেন। তাই অনেক সময়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শামি ভাইদের মতো খেলোয়াড়দের বাইরে বসে থাকতে হয়। আমাদের পরের সিরিজ় কী আছে এবং কোথায় খেলা হবে সেটা জানা এবং সেই বুঝে ভবিষ্যতের পরিকল্পনা করাটাও জরুরি।'
শামি ইতিমধ্যেই এবারের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে চার ইনিংস বোলিং করে ১০.৪৬ গড়ে ১৫টি উইকেট নিয়েছেন। অনেকেই মনে করেছিলেন এই পারফরম্যান্সের পর শামি হয়তো প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ়ে জাতীয় দলে ফিরবেন। তবে তেমনটা হয়নি। নেপথ্যে সেই ফিটনেস। এই ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য গিল নির্বাচকদের কোর্টে বল ঠেলে দেন। সাংবাদিকদের ভারতীয় অধিনায়ক বলেন, 'নির্বাচকরা এই বিষয়ে (শামির ফিটনেস) আপনাদের সঠিক জবাব দিতে পারবেন।'
রাত পোহালেই ইডেনে শুরু প্রথম টেস্ট ম্যাচ। গিলের কাছে সাংবাদিক বৈঠকে জানতে চাওয়া হয়েছিল, স্পিন কম্বিনেশন কি চূড়ান্ত? এবিপি লাইভ বাংলার প্রশ্নে শুভমন বললেন, 'প্রথম একাদশ কম-বেশি চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে উইকেটের রঙ পাল্টাচ্ছে। কাল যখন প্র্যাক্টিসের সময় এসেছিলাম, উইকেট অন্যরকম দেখাচ্ছিল। আজ অন্যরকম লাগছে। কাল সকালে এসে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারতের এই দিকে দিনের আলো দ্রুত কমে যায়। সেটাকে মাথায় রাখতে হবে। সাধারণত সকালে ও বিকেলে পেসাররা সাহায্য পায়। ভারতে খেলা হলেই স্পিনারদের হাতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। যত ভাল মানের স্পিনার, জেতার সম্ভাবনাও তত বেশি।'




















