IND vs SA T20I: কটকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ, টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুই দলের লড়াইয়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে?
India vs South Africa: ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে।

কটকে: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বৈরথ। লাল বলের সিরিজ়ে প্রোটিয়া দল ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। জবাবে ওয়ান ডেতে ভারতীয় দল আবার ২-১ সিরিজ় জিতে নিয়েছে। এবার নজর টি-টোয়েন্টির দিকে। পাঁচ ম্যাচের লম্বা টি-টোয়েন্টি সিরিজ় শুরু হচ্ছে আজই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে?
ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৩১ বার টি-টোয়েন্টির দ্বৈরথে একে অপরের মুখোমুখি হয়েছে। এই মুখোমুখি দ্বৈরথে কিন্তু ভারতীয় দলই খানিকটা এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া রামধনুর দেশের বিরুদ্ধে ১৮টি ম্যাচে জয় পেয়েছে। প্রোটিয়া দল সেখানে ভারতকে ১২টি ম্যাচে হারিয়েছে। একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।
আজই সন্ধে সাতটা থেকে কটকের বারাবটি স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বৈরথ। টেস্টে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন থাকতে পারে। তবে টি-টোয়েন্টিতে কিন্তু গম্ভীর-সূর্যকুমার জুটি একেবারে সুপারহিট। এই দুইয়ের তত্ত্বাবধানে অপরাজিত রয়েছে ভারত। অজ়িভূমে অস্ট্রেলিয়াকে হারানোসহ নাগাড়ে মোট ছয়টি বিশ ওভারের সিরিজ় জিতে নিয়েছে ভারত। এই কার্যত অপ্রতিরোধ্য ফর্মে থাকা ভারতকে আটকানোর চ্যালেঞ্জ রয়েছে এডেন মারক্রামদের সামনে।
টেস্টে চোট পাওয়া শুভমন গিল, এশিয়া কাপে সময় আহত হয়ে দল থেকে ছিটকে যাওয়া হার্দিক পাণ্ড্য় দুইজনে নিজেদের চোট সারিয়ে, রিহ্যাব সম্পূর্ণ করে মাঠে ফিরেছেন। উভয়েই এই ম্যাচের একাদশে জায়গা পান কি না, সেই দিকে নজর থাকবে। উপরন্তু, ওয়ান ডে সিরিজ়ে বিশ্রাম পাওয়া যশপ্রীত বুমরাও টি-টোয়েন্টি সিরিজ়ে দলে ফিরে দলের শক্তি বাড়িয়েছেন।
Almost time for Match 1⃣ in the T20I series ⏳
— BCCI (@BCCI) December 9, 2025
📍 Cuttack
⏰ 7:00 PM IST
💻 https://t.co/hIL8Vefajg
📱 Official BCCI App#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/TAWTc4ybcs
তবে অপরদিকে, প্রোটিয়ারা শেষ ওয়ান ডে ম্যাচে হারলেও, কুইন্টন ডি কক কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ইনফর্ম ডিকক ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ জানাবেন। পাশাপাশি আনরখি নখিয়ার বাড়তি গতিও গিলদের চ্যালেঞ্জ জানাতে তৈরি। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের তাই পূর্ণ সম্ভাবনা রয়েছে। টানটান ম্য়াচে কোন দল জয়ের হাসি হাসে এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।
















