IND vs SL 2nd ODI: ইডেনে সিরিজ জিতল ভারত, সাজঘরের সামনে নেচে দর্শকদের মন জিতলেন বিরাটরা
IND vs SL: ইডেন গার্ডেন্সে চার উইকেটে ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারতীয় দল।
কলকাতা: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে চার উইকেটে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বল হাতে স্পিনারদের দাপট ও ব্যাট হাতে কেএল রাহুলের অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতীয় দলকে জয় এনে দেয়। ম্যাচের পর ইডেনের চোখধাঁধানো লেজার শো দর্শকদের নজর কাড়ে। তবে ভারতের জয় ও লেজার শোয়েই শেষ নয়, বিরাট কোহলির (Virat Kohli) নাচেরও সাক্ষী হয়ে থাকলেন ইডেনের দর্শকরা।
বিরাট, ঈশানের নাচ
দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে, ছয় মিনিটের লেজার শোর আয়োজন করা হয়েছিল সিএবির তরফে। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। তবে শ্রীলঙ্কার ইনিংস নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে? অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হয় সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পর আলোর রোশনাইয়ের সেশন হয়।
এই লেজার শো চলাকালীনই সাজঘরের সামনে বিরাট ও ঈশান কিষাণকে (Ishan Kishan) মুহূর্তের জন্য নাচতে দেখা যায়। আচমকাই বিরাট, ঈশানের নাচ দর্শকরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়।
Virat and ishan dancing at Eden gardens.🔥🔥🔥 @imVkohli @ishankishan51 #INDvsSL #ViratKohli #ViratKohli𓃵 #viral2023 #RohitSharma #EdenGardens pic.twitter.com/Z0GqNSLfQa
— Hritik Singhania (@2511_hritik) January 12, 2023
মেজাজ হারালেন হার্দিক
ইডেনে ভারত ম্যাচ জিতলেও বিতর্ক তাড়া করল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। মাঠে কটূক্তি করলেন ভারতীয় অলরাউন্ডার। যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই ভিডিও।
টস জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শ্রীলঙ্কা (Ind vs SL) ইনিংসের ১১তম ওভার শেষ হওয়ার পরের ঘটনা। ১১তম ওভারে বোলিং করেন হার্দিকই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটা ফুটেজে দেখা গিয়েছে, তারপরই পিচের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চিৎকার করে ডাগ আউটে থাকা কোনও সতীর্থের উদ্দেশে হার্দিক বলছেন, 'জল চাইছিলাম, আর তুমি ওখানে .... ..........'।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হার্দিকের আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের অনেকে। অনেকে লিখেছেন, হার্দিক বা জাতীয় দলে খেলা যে কোনও ক্রিকেটার তরুণ প্রজন্মের কাছে আদর্শ। তাঁরা এরকম আচরণ করলে মাঠে বসে বা টিভিতে খেলা দেখা বাচ্চারা কী শিখবে? এর আগেও কর্ণ জোহরের কফি উইথ কর্ণ শো-য়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হার্দিক। সেবার তাঁর সঙ্গী ছিলেন কে এল রাহুলও। দুজনকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকী, জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন। দুজনের বিরুদ্ধে তদন্ত হয়েছিল। পরে দুজনই ভুল স্বীকার করে নেন।
আরও পড়ুন: ভোরের বিমানে বেঙ্গালুরু উড়ে গেলেন দ্রাবিড়, শেষ ম্যাচ মাঠে থাকা নিয়ে সংশয়