IND vs SL 3rd ODI: সিরাজের আগুনে বোলিংয়ে ৭৩ রানেই অলআউট শ্রীলঙ্কা, বিশ্বরেকর্ড গড়ে জিতল ভারত
Mohammed Siraj: মহম্মদ সিরাজ বল হাতে চারটি উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউটও করেন।
তিরুঅনন্তপুরম: ব্যাট হাতে শুভমন গিল ও বিরাট কোহলি (Virat Kohli) জয়ের ভিত গড়েছিলেন, বল হাতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) জয় সুনিশ্চিত করলেন। তৃতীয় ওয়ান ডেতে (IND vs SL 3rd ODI) ৩১৭ রানের বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেল টিম ইন্ডিয়া (Team India)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দ্বীপরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করল ভারত। প্রসঙ্গত, এটি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ব্যবধানে জয়। এই প্রথম পুরুষদের ওয়ান ডেতে কোনও দল ৩০০-র অধিক রানে জিতল।
৩৯১ রানের লক্ষ্য তাড়া করা একেবারেই সহজ নয়। বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নিজের প্রথম দুই ওভারেই আবিষ্কা ফার্নান্ডো (১) ও কুশল মেন্ডিসকে (৪) সাজঘরে ফেরান সিরাজ। চরিথ আসালঙ্কাকে (১) ফিরিয়ে মহম্মদ শামি শ্রীলঙ্কার চাপ আরও বাড়ান। ঠিক পরের ওভারেই ভাল ছন্দে দেখানো নুয়ানেন্দু ফার্নান্ডোকেও ১৯ রানে আউট করেন সিরাজ। ৩৫ রানে চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দ্বীপরাষ্ট্র আর বেরতোই পারেনি। ৫১ রানে দুনিথ ওয়ালালাগে আউট হওয়ার পর লাহিরু কুমারা ও কাসুন রজিথা একটু লড়াই করার চেষ্টা করেন বটে।
নবম উইকেটে ২২ রান যোগ করেন দুইজনে। তবে লাহিরুকে কুলদীপ নয় রানে সাজঘরে ফেরাতেই শ্রীলঙ্কার ইনিংস সমাপ্ত হয়। ৭৩ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে আশেন বান্দারা ফিল্ডিং করতে গিয়ে চোট পান। তিনি আর ব্যাট করতে নামেননি। সিরাজ ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট নেন।
প্রথম ইনিংস
টসে জিতে তৃতীয় ওয়ান ডেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওয়ান ডে ম্যাচে ভারতীয় ম্য়ানেজমেন্ট একাদশে দুইটি বদল ঘটায়। উমরান মালিক ও হার্দিক পাণ্ড্যর বদলে দলে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাটে শুরুটা ভারতীয় ওপেনাররা দারুণ করেন। ওপেনিংয়ে রোহিত ও শুভমন ৯৫ রান যোগ করেন। তবে দুরন্ত ছন্দে দেখানো রোহিত বড় শট হাঁকাতে গিয়েই বাউন্ডারিতে আউট হন। ৪২ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিত আউট হওয়ার পর বিরাট ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে ছিলেন। শুভমনও নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান।
তৃতীয় উইকেটে বিরাট ও শুভমন শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন। এরই মাঝে ৮৯ বলে নিজের দ্বিতীয় ওয়ান ডে শতরান পূর্ণ করে ফেলেন শুভমন। তবে জলপানের বিরতির পরেই ১১৬ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর শ্রেয়সের সঙ্গেও শতরানের পার্টনারশিপ গড়েন বিরাট। শ্রেয়স ৩৮ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। বিরাট নিজের কেরিয়ারের ৪৬তম আন্তর্জাতিক শতরান হাঁকান। এটি ঘরের মাঠে বিরাটের ২১তম শতরান। এই শতরানের সুবাদেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ঘরের মাঠে সর্বাধিক শতরানের কৃতিত্ব নিজের নামে করে ফেললেন কোহলি।
শতরানের পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক আরও আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। শেষমেশ ১৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। পাঁচ উইকেটের বিনিময়ে বিশাল ৩৯০ রান তোলে ভারতীয় দল। শ্রীলঙ্কার হয়ে কাসুন রজিথা ও লাহিরু কুমারা দুইটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ৬ বলে ৬ বাউন্ডারি মারলেন শেফালি, শ্বেতা করলেন ৯২, দাপুটে ছন্দে অভিযান শুরু ভারতের