IND vs SL 3rd ODI Preview: তিরুঅনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচ, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করবে ভারত?
IND vs SL 3rd ODI Preview: সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে ২৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও, শ্রীলঙ্কা কোনও সিরিজই জিততে পারেনি। এবারেও সেই রেকর্ড অব্যাহত রইল।
তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্য়াচের সিরিজ নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া (Team India)। আপাত অর্থে তাই তৃতীয় ওয়ান ডে (IND vs SL 3rd ODI) ম্যাচটি নিয়মরক্ষারই বটে। তবে এই বছরের পরের দিকে দেশেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তাই বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে কোনও ম্যাচকেই হালকাভাবে নেওয়া যায় না। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও (Vikram Rathour) তৃতীয় ম্যাচের আগে ঠিক এই কথাটাই সাংবাদিক সম্মেলনে বলেন।
ভারতীয় একাদশে বদল?
তাই সিরিজ জিতলেও এই ম্যাচে ভারতীয় দলের একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বিক্রম রাঠৌরকে তৃতীয় ওয়ান ডেতে দলের পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আমাদের এখনও তেমন কোনও কথা হয়নি, তবে হ্যাঁ আমরা এই সিরিজটা ইতিমধ্যেই জিতে নিয়েছি। এখনও অনেকগুলি বিভাগ রয়েছে যেখানে আমাদের উন্নতি করার প্রয়োজন আছে। ভুললে চলবে না এই বছরেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তাই আমাদের সব বিভাগেই জোড় দিয়ে নিজেদের দুর্বলতা দূর করতে হবে। আসন্ন ম্যাচেও আমরা নিজেদের খেলায় উন্নতি ঘটানোর আরও একটি সুযোগ পাব। শ্রীলঙ্কা খুবই ভাল দল। তাই ওদের বিরুদ্ধে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছি।'
এখনও অবধি ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ না পেলেও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন। তিনি নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের তৃতীয় শতরানটিও হাঁকান শ্রীলঙ্কানদের বিপক্ষে। অপরদিক, ঈশান কিষাণ নিজের শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। দুইজনেই আপাতত মাঠের বাইরে বসে রয়েছেন। এই বিষয়ে রাঠৌরের দাবি উভয় ক্রিকেটারই দলের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত।
'ও (সূর্যকুমার যাদব) সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। ওর মতো একজন দলের রিজার্ভে থাকাটা দলের শক্তির পরিচয়বাহক। আশা করি সুযোগ পেলে ও ভাল পারফর্মও করবে। দলে এমন বিকল্প থাকাটা সত্যিই দারুণ। কিন্তু বাকিরাও তো ভাল খেলছে, বাকিরাও ফর্মে রয়েছে। ওরা সকলেই পেশাদার। তাই ওরা জানে যে অন্য কেউ ভাল খেললে স্বাভাবিকভাবেই অপরজনকে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়। ওরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং সুযোগ পেলে আশা করি ভাল পারফর্ম করে দলে নিজেদের জায়গাটা পাকা করতে সক্ষম হবে।' বলেন রাঠৌর।
কোথায় ম্যাচ?
গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে ম্যাচটি।
কখন খেলা?
ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১টায়।
কোথায় দেখা যাবে খেলা?
ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।
আবহাওয়া
তিরুঅনন্তপুরমে এখনও অবধি ভারতীয় দল অতীতে একটিমাত্র ওয়ান ডে ম্যাচই খেলেছে। তিন বছর আগের সেই ম্যাচে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে নয় উইকেটে হারায় ভারত। এই ম্যাচেও কি তেমনটাই হবে? ম্যাচে বৃষ্টির বিঘ্ন ঘটানোর কোনওরকম সম্ভাবনা নেই। তাই দর্শকরা বিনা বাঁধায় ম্যাচটি উপভোগ করতে পারবেন। ম্যাচ চলাকালীন দিনের বেলায় ৩০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। রাত বাড়লে সামান্য তাপমাত্রা কমবে।
আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট? কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ রৌঠৌর