Rahul Dravid Update: দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট? কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ রৌঠৌর
Rahul Dravid: এবিপি লাইভেই জানানো হয় দ্বিতীয় ওয়ান ডের পর দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে বিমানে তিরুঅনন্তপুরমে যাননি, বদলে তিনি আগেভাগেই ফেরেন বেঙ্গালুরুতে।
তিরুঅনন্তপুরম: ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ান ডেতে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে ভারতের সিরিজ জয়ের থেকে ম্যাচের পরে সবচেয়ে বেশি চর্চা ছিল দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কেন্দ্র করে। এবিপি লাইভের তরফেই সর্বপ্রথম জানানো হয় ম্যাচের আগের দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় কোচ। দ্রাবিড়ের উচ্চরক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। সিএবি কর্তাদের জানিয়ে তড়িঘড়ি কিছু জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়। এমনকী, দ্রাবিড়ের আচমকা অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে সেদিন রাতে বাইপাসের ধারে ভারতের টিমহোটেলে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট?
এরপরে এবিপি লাইভেই জানানো হয় দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে বিমানে তিরুঅনন্তপুরমে যাননি, বদলে তিনি আগেভাগেই ফিরেছিলেন বেঙ্গালুরুতে। এরপর স্বাভাবিকভাবেই রাহুল দ্রাবিড়ের তৃতীয় ম্যাচে ভারতীয় সাজঘরে উপস্থিত থাকা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। তবে ভারতীয় সমর্থকদের অভয় দিলেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রাঠৌরকে দ্রাবিড়ের স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ও (রাহুল দ্রাবিড়) একদম সুস্থ রয়েছে। প্রয়োজনে ওর জন্য ফিটনেস পরীক্ষারও আয়োজন করা যেতে পারে। ও এখানেই দলের সঙ্গে রয়েছে।' রাঠৌর মন্তব্যের পরই রাহুল দ্রাবিড়কে ভারতীয় অনুশীলনেও উপস্থিত থাকতে দেখা যায়।
দ্রাবিড়ের শারীরিক অবস্থার আপডেটের পাশাপাশি সূর্যকুমার, ঈশান কিষাণরা তৃতীয় ওয়ান ডেতে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাবেন কি না, সেই নিয়েও আপডেট দেন ভারতের ব্যাটিং কোচ। রাঠৌর বলেন, 'এই বিষয়ে আমাদের এখনও তেমন কোনও কথা হয়নি, তবে হ্যাঁ আমরা এই সিরিজটা ইতিমধ্যেই জিতে নিয়েছি। এখনও অনেকগুলি বিভাগ রয়েছে যেখানে আমাদের উন্নতি করার প্রয়োজন আছে। ভুললে চলবে না এই বছরেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তাই আমাদের সব বিভাগেই জোড় দিয়ে নিজেদের দুর্বলতা দূর করতে হবে। আসন্ন ম্যাচেও আমরা নিজেদের খেলায় উন্নতি ঘটানোর আরও একটি সুযোগ পাব। শ্রীলঙ্কা খুবই ভাল দল। তাই ওদের বিরুদ্ধে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছি।'
একাদশে খেলবেন সূর্যকুমার?
এখনও অবধি ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ না পেলেও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন। তিনি নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের তৃতীয় শতরানটিও হাঁকান শ্রীলঙ্কানদের বিপক্ষে। অপরদিকে, ঈশান কিষাণ নিজের শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। দুইজনেই আপাতত মাঠের বাইরে বসে রয়েছেন। এই বিষয়ে রাঠৌরের দাবি উভয় ক্রিকেটারই দলের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত।
'ও (সূর্যকুমার যাদব) সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। ওর মতো একজন দলের রিজার্ভে থাকাটা দলের শক্তির পরিচয়বাহক। আশা করি সুযোগ পেলে ও ভাল পারফর্মও করবে। দলে এমন বিকল্প থাকাটা সত্যিই দারুণ। কিন্তু বাকিরাও তো ভাল খেলছে, বাকিরাও ফর্মে রয়েছে। ওরা সকলেই পেশাদার। তাই ওরা জানে যে অন্য কেউ ভাল খেললে স্বাভাবিকভাবেই অপরজনকে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়। ওরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং সুযোগ পেলে আশা করি ভাল পারফর্ম করে দলে নিজেদের জায়গাটা পাকা করতে সক্ষম হবে।' বলেন রাঠৌর।
আরও পড়ুন: মিলছে না সুযোগ, বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেশ ছাড়ার ইঙ্গিত ভারতীয় তারকার