IND vs SL: গুরু গম্ভীরের দাবিতেই সিলমোহর, ভারতীয় দলে যোগ দিলেন কেকেআরের সহকারী কোচ
Ryan ten Doeschate: নতুন ইনিংস শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হওয়ার পর তাঁর প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার মাটিতে (IND vs SL)।
কলম্বো: নতুন ইনিংস শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হওয়ার পর তাঁর প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার মাটিতে (IND vs SL)। শনিবার, ২৭ জুলাই যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত।
আর সেই ম্যাচের আগে গুরু গম্ভীরের মুখে হাসি ফোটার কথা। কারণ তাঁর দাবি মেনে ভারতের কোচিং স্টাফে যুক্ত করা হল নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন দুশখাতে-কে (Ryan ten Doeschate)। শ্রীলঙ্কায় ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন দুশখাতে।
পাল্লেকেলেতে শনিবার ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ। সেই ম্যাচের আগে ভারতের প্র্যাক্টিসে দেখা গিয়েছে ডাচ তারকাকে। যিনি গম্ভীরের সঙ্গে আগেও কাজ করেছেন। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীর যখন অধিনায়ক, ক্রিকেটার হিসাবে দলে ছিলেন দুশখাতে। পরে গত মরশুমে শাহরুখ খানের অনুরোধে যখন গম্ভীর মেন্টর হিসাবে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নেন, দলের ফিল্ডিং কোচ ছিলেন দুশখাতে।
ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীর দায়িত্ব নেওয়ার পরই শোনা গিয়েছিল যে, দুশখাতে ও কেকেআরের আর এক সহকারী কোচ, অভিষেক নায়ারকে সাপোর্ট স্টাফের সদস্য হিসাবে পেতে চান গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তা নিয়ে প্রস্তাবও রেখেছিলেন গৌতি।
অবশেষে গম্ভীরের সেই দাবি মেনে নেওয়া হচ্ছে বলেই খবর। দুশখাতে ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন। নায়ারও ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন গম্ভীরের সহকারী হিসাবে।
𝗛𝗲𝗮𝗱 𝗖𝗼𝗮𝗰𝗵 𝗚𝗮𝘂𝘁𝗮𝗺 𝗚𝗮𝗺𝗯𝗵𝗶𝗿 𝗧𝗮𝗸𝗲𝘀 𝗖𝗵𝗮𝗿𝗴𝗲! 💪#TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/sbG7VLfXGc
— BCCI (@BCCI) July 23, 2024
তবে ভারতীয় দলের বোলিং কোচ কে হবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ, গম্ভীর নিজে বোলিং কোচ হিসাবে চাইছিলেন মর্নি মর্কেলকে। দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসে একসঙ্গে কাজ করেছিলেন গম্ভীর। ফিল্ডিং কোচ হিসাবে লখনউ সুপার জায়ান্টসেই কাজ করা কিংবদন্তি জন্টি রোডসকে চেয়েছিলেন গম্ভীর। তবে জন্টি সম্ভবত দায়িত্ব পাচ্ছেন না। ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে হয়তো থেকে যাচ্ছেন টি দিলীপই।
আরও পড়ুন: চারে চার! বাংলাদেশকে ১০ উইকেটে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।