IND W vs BAN W: চারে চার! বাংলাদেশকে ১০ উইকেটে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত
Womens Asia Cup: ১১ ওভারে ৮৩/০ তুলে ম্যাচ জিতে নিল ভারত। মাত্র ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত রইলেন তিনি।
ডাম্বুলা: বাংলাদেশকে নাকানিচোবানি খাইয়ে এশিয়া কাপের (Asia Cup 2024) ফাইনালে পৌঁছে গেল ভারত। সেমিফাইনালে কার্যত দাঁড়াতেই দিল না পদ্মাপারের দলকে (IND vs BAN)। ১০ উইকেটে জিতলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। তাও ৯ ওভার বাকি থাকতে। এ নিয়ে মহিলাদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে চতুর্থবার ১০ উইকেটে কোনও ম্যাচ জিতল ভারত (BCCI)।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করেছিল ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতলেও, পাকিস্তানের পরের দুই ম্যাচে হরমনপ্রীত কৌরদের প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। তাদের বিরুদ্ধে সহজে জয় পেলেও সেমিফাইনালে বাংলাদেশ ভারতকে বেগ দিতে পারবে কি না, তা নিয়ে আলোচনা চলছিল।
যদিও দেখা গেল, সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে যাঁরা ফেভারিট হিসাবে চিহ্নিত করেছিলেন, তাঁরাও হয়তো ভাবতে পারেননি যে, এত একপেশে হবে শেষ চারের লড়াই। প্রথমে ব্য়াট করে বাংলাদেশ আটকে গিয়েছিল মাত্র ৮০/৮ স্কোরে। কোনও উইকেট না হারিয়ে সেই লক্ষ্যপূরণ করল ভারত।
ম্যাচের প্রথমার্ধ ছিল ভারতীয় বোলারদের। বিশেষ করে রেণুকা সিংহ ও রাধা যাদবের দাপটে ছারখার হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং। রেণুকা ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১০ রান খরচ করে নেন তিন উইকেট। যার মধ্যে একটি ছক্কা হজম করেছেন রেণুকা। যার অর্থ, বাকি ২৩ বলে মাত্র ৪ রান দিয়েছেন তিনি। রাধাও নিয়েছেন তিন উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৮৩/০ তুলে ম্যাচ জিতে নিল ভারত। মাত্র ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত রইলেন তিনি। চামারি আতাপাত্তুকে পেরিয়ে গেলেন শেফালি বর্মা। চামারি ১৮০ রান করেছেন চলতি এশিয়া কাপে। শেফালি এদিন অপরাজিত ছিলেন ২৬ রানে। সব মিলিয়ে চলতি এশিয়া কাপে ১৮৪ রান করে তিনিই সর্বোচ্চ স্কোরার।
শেফালির একটি ক্যাচ পড়ে। মান্ধানা একটি বলে আউট হলেও নো বল হওয়ায় বেঁচে যান। ২০১৮ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশকে কার্যত দাঁড়াতেই দিল না ভারতের মহিলা দল। পৌঁছে গেল ফাইনালে।
আরও পড়ুন: দুরন্ত ছন্দে ধীরাজ, মহিলাদের পর অলিম্পিক্স তিরন্দাজির কোয়ার্টারে ভারতের পুরুষ দলও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।