IND vs SL: জাতীয় দলে ফিরলেন শ্রেয়স, নেপথ্যে কি গম্ভীর? ঘরোয়া ক্রিকেট নিয়ে কড়া অবস্থান
Shreyas Iyer: ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হল, জাতীয় দলের ম্যাচ না থাকলে বা জাতীয় শিবিরে না থাকলে প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে।
মুম্বই: তিনি নাকি চোটের দোহাই দিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে চাননি। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন।
সেই শ্রেয়স আইয়ার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতের (IND vs SL) ওয়ান ডে দলে জায়গা করে নিলেন মুম্বইয়ের তারকা। অনেকের মতে, কোচ হিসাবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর শ্রেয়সের জাতীয় দলে ফেরার পথ সুগম হয়েছে। কারণ, গত আইপিএলে গম্ভীর-শ্রেয়স জুটির সাফল্য দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। দশ বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। যে দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। আর শাহরুখ খানের আহ্বানে সাড়া দিয়ে মেন্টর হিসাবে দায়িত্বে ছিলেন গম্ভীর।
শ্রেয়সকে শেষবার ভারতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। বিশাখাপত্তনমে ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। প্রায় ৫ মাস পর জাতীয় দলে ফিরলেন। শেষ ওয়ান ডে ও টি-২০ খেলেছেন আরও আগে। গত বছরের ডিসেম্বরে। শ্রীলঙ্কা সফরের টি-২০ দলে অবশ্য জায়গা পাননি শ্রেয়স। রয়েছেন শুধু ওয়ান ডে দলে।
🆙 Next 👉 Sri Lanka 🇱🇰#TeamIndia are back in action with 3 ODIs and 3 T20Is#INDvSL pic.twitter.com/aRqQqxjjV0
— BCCI (@BCCI) July 18, 2024
ঘরোয়া ক্রিকেট খেলা নিয়েও এবার জোরাল বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, ঘরোয়া ক্রিকেটে কারা খেলছেন আর কারা খেলছেন না, সেদিকে নজর রাখা হবে। ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হল, জাতীয় দলের ম্যাচ না থাকলে বা জাতীয় শিবিরে না থাকলে প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। গম্ভীর ও জয় শাহ জুটি যে এ ব্যাপারে কোনও আপোস করবেন না, তা সাফ জানিয়ে দেওয়া হল।
অতীতে বারবার অভিযোগ উঠেছে, বিভিন্ন বাহানায় জাতীয় দলের ক্রিরেটারেরা ভারতেরর ম্যাচ না থাকলেও রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি বা সৈয়দ মুস্তাক আলি টি-২০-র মতো টুর্নামেন্ট এড়িয়ে যান। তবে এবার থেকে যে এ ব্যাপারে কড়া অবস্থান নেবেন বোর্ড, তা স্পষ্ট করে দেওয়া হল।
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।