IND vs SL: হার্দিক-সূর্যকুমারের আলিঙ্গন! অধিনায়কত্ব নিয়ে দুই তারকার তিক্ততা কি পুরোটাই জল্পনা?
Hardik Pandya: ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর যখন অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন, সকলে ধরেই নিয়েছিলেন যে, সহ অধিনায়কের মাথায় উঠতে চলেছে নেতৃত্বের মুকুট।
কলম্বো: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। টি-২০ বিশ্বকাপে একজন ছিলেন দলের ব্যাটার। অন্যজন সহ অধিনায়ক। ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর যখন অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন, সকলে ধরেই নিয়েছিলেন যে, সহ অধিনায়কের মাথায় উঠতে চলেছে নেতৃত্বের মুকুট।
কিন্তু হার্দিক নয়, টি-২০ ক্রিকেটে ভারতের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমারকে। ভারতের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা এমন কাউকে চেয়েছিলেন, যাঁকে সব ম্যাচে পাওয়া যাবে। ফিটনেসের দিক থেকে পিছিয়ে থাকাই যে হার্দিকের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, ইঙ্গিত পাওয়া যায় গম্ভীর ও আগরকরের কথায়। তারপর থেকেই স্কাই ও হার্দিকের সম্পর্ক নিয়ে তৈরি হয় জল্পনা। দুজনই একসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন। গত মরশুমে হার্দিকের নেতৃত্বে আইপিএলে খেলেছেন স্কাই। এবার তাঁর নেতৃত্বে ভারতের হয়ে খেলবেন হার্দিক। তাতে কি দুই ক্রিকেটারের মধ্যে সমস্যা তৈরি হয়েছে? হার্দিক ও সূর্যকুমারের মধ্যে কি ঠান্ডা লড়াই শুরু হয়েছে?
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে সে দেশে পৌঁছে গিয়েছে ভারত (IND vs SL)। তারই ফাঁকে বারবার সামনে উঠে আসছে হার্দিক ও সূর্যকে নিয়ে প্রশ্ন। তারই মাঝে একটি ছবিতে যেন আশ্বস্ত হলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
Mumbai to Pallekele via Colombo ✈️ 🚌#TeamIndia have reached Sri Lanka 🇱🇰#SLvIND pic.twitter.com/ffDYJOV7wm
— BCCI (@BCCI) July 22, 2024
ভারত ছেড়ে রওনা হওয়ার আগে দুই তারকাকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। যে ভিডিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সূর্যর সঙ্গে করমর্দন করতে দেখা যায় হার্দিককে। তারপরই হার্দিককে জড়িয়ে ধরেন সূর্য। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে। যে ছবি ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে।
আগরকর অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে, অধিনায়ক কাকে করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সকলের সঙ্গে কথা বলা হয়েছিল। ড্রেসিংরুমের সমর্থনও যে স্কাইয়ের সঙ্গে রয়েছে, ঠারেঠোরে তা বুঝিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।