IND vs WI Live Updates: প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং, ইনিংস ও ১৪০ রানে জিতল ভারত
India vs West Indies: দুই দিনের খেলা শেষে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২৮৬ রানে এগিয়ে রয়েছে।
LIVE

Background
আমদাবাদ: যেমনটা হওয়ার ছিল, তেমনটাই হল। আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারতীয় দল।একই দিনে সেঞ্চুরি হাঁকালেন তিন ভারতীয় ব্যাটার। কে এল রাহুলের পর ধ্রুব জুড়েল ও রবীন্দ্র জাডেজর ব্যাট থেকেও এল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান বোর্ডে তুলল ভারত। এখনও অপরাজিত শতরান করে ক্রিজে আছেন জাডেজা ও তাঁর সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর।
গতকাল প্রথম ইনিংসে প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুশোর গণ্ডিও পেরতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটারর। প্রথম ইনিংসে এরপর ব্যাট করতে নেমে নেমে যশস্বী জয়সওয়ালের উইকেট প্রথম হারায় ভারত। ৫৪ বলে ৩৬ রান করে ফিরে যান তিনি। এরপর বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেননি সাই সুদর্শন। ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর রাহুল ও গিল মিলে জুটি বেঁধে খেলা শুরু করেন। ১০০ বলে ৫০ রান করে প্যাভিলিয়ন ফেরেন ভারত অধিনায়ক। অর্ধশতরান করার পরই আউট হয়ে যান তিনি। তবে কে এল রাহুল ও ধ্রুব জুড়েলকে আউট করতে কালঘাম ছুটে যায় ক্যারিবিয়ান বোলারদের। দুজনেই শতরান পূরণ করেন। রাহুল ১২টি বাউন্ডারির সাহায্য়ে ১০০ রান করার পরেই আউট হয়ে যান। ধ্রুব জুড়েল নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়ে ফেললেন। এর আগে কেরিয়ারের তিনটি অর্ধশতরান থাকলেও টেস্টে প্রথম শতরান এল ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে ধ্রুবের। ১২৫ রান করে আউট হন তিনি। দিনের শেষে জাডেজাও নিজের শতরান পূরণ করে ফেলেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর।
ঋষভ পন্থের পরিবর্তে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে নিজের কিপিংয়ে একাধিক দুরন্ত টেক নেন জুরেল। এরপর ব্যাট হাতে মাঠে নামেন তিনি। ব্যাটে নেমেও নিজের পরিপক্ক ব্যাটিংয়ে নজর কাড়লেন জুরেল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯০ বলে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকালেন তিনি। শুভমন গিল ও কেএল রাহুলের জমাটি পার্টনারশিপের পর পাঁচ নম্বরে ব্য়াট করতে নামেন ধ্রুব জুরেল। তিনি কিন্তু দারুণ পরিপক্কতার সঙ্গে ব্যাটিং করেন। লাঞ্চের পরেই শতরান হাঁকানো কেএল রাহুল সাজঘরে ফিরলেও, জুরেল কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি। দেখেশুনে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। জাডেজার সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন। পাঁচটি চার ও দুইটি ছক্কার সুবদে জুরেল ৯১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন।
IND vs WI: ভারতের জয়
শেষ উইকেটে দুই ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটার ব্যাটটা চালাচ্ছিলেন। তবে সেই লড়াই একেবারে ১৫০ রানের দোরগোড়য় থামল। কুলদীপের বলে সিলস ২২ রানে আউট হতেই ১৪৬ রানে শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস।
IND vs WI Score: জাডেজার চতুর্থ সাফল্য
জোহান লেনের খানিকটা চালিয়ে খেলছিলেন। তবে ১৪ রানে তাঁকে আউট করে ইনিংসে নিজের চতুর্থ সাফল্য পেলেন রবীন্দ্র জাডেজা।




















