IND vs WI Live: বোলিং থেকে ব্যাটিং, আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম দিন আগাগোড়া দাপট দেখাল ভারত
India vs West Indies: বিগত ২৩ বছর ও ২৫টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অপরাজিত ভারতীয় দল।
LIVE

Background
আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে এসেছিল ভারতীয় দল। এরপরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এশিয়া কাপ খেলতে নেমেছিল তারা। সেখানেও খেতাব জিতে এবার ফের টেস্ট ফর্ম্য়াটে ফিরছে দল। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামীকাল ২ অক্টোবর থেকে যা শুরু হতে চলেছে। প্রথম টেস্ট আমদাবাদে। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল থেকে প্রথম টেস্ট খেলতে নামবে। ইতিমধ্যেই এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর কোচ গম্ভীর ও টেস্ট দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদব আমদাবাদ চলে গিয়েছেন।
এদিকে, চোটের জন্য ছিটকে গিয়েছেন ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ। জেইডন সিলসের সঙ্গে শামার জোসেফের ফাস্ট জুটি ওয়েস্ট ইন্ডিজ় বোলিংয়ের বড় ভরসা। তবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের তরফে শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় শামার জোসেফের চোটের কথা জানানো হয়েছে। তাঁর পরিবর্তে আনক্যাপড জোহানকে লেনকে দলে ডাকা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে জানানো হয়, 'ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শামার জোসেফের বদলে জোহান লেনকে দলে পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে। চোটের কারণে জোসেফ এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে ওর পরিস্থিতি পুনরায় খতিয়ে দেখা হবে।'
IND vs WI Live Updates: প্রথম দিনের খেলা শেষ
প্রথম দিনের খেলা শেষ হল। ৩৮ ওভারে ভারতীয় দল দুই উইকেট হারিয়ে ১২১ রান তুলল। এখনও ৪১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। কেএল রাহুল ৫৩ ও শুভমন গিল ১৮ রানে ক্রিজে অপরাজিত রইলেন।
IND vs WI 1st Test: রাহুলের অর্ধশতরান
অত্যন্ত পরিপক্ক এক হাফসেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল। কেরিয়ারের ২০তম। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৭-২।




















