IND vs WI 1st Test: ৩৬ রানের ইনিংসে সহবাগকে পিছনে ফেললেন কোহলি, পেরোলেন ৮৫০০ হাজার রানের গণ্ডি
Virat Kohli: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত রয়েছেন।
ডমিনিকা: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলির (Virat Kohli) নাম একেবারে উপরের সারিতে থাকবে। তিনি ব্যাট হাতে নামা মানেই প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙা, গড়ার খেলা। শুক্রবার, ১৩ জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের (IND vs WI 1st Test) দ্বিতীয় দিনেই ফের এক মাইলস্টোন স্পর্শ করলেন 'কিংগ কোহলি'। ৩৬ রানের ইনিংসে টেস্ট ক্রিকেটে তিনি ৮৫০০ রান করে ফেললেন। মাত্র ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে সাড়ে আট হাজার রানের গণ্ডি পার করলেন কোহলি।
নিজের এই ইনিংসের দৌলতেই বীরেন্দ্র সহবাগকেও (Virender Sehwag) পিছনে ফেললেন কোহলি। কিংবদন্তি ভারতীয় ওপেনার সহবাগ টেস্ট ক্রিকেটে ৮৫০৩ রান রয়েছে। সহবাগকে মোট টেস্ট রানের বিচারে পিছনে ফেলতে হলে কোহলিকে এদিন ২৫ রান করতে হত। তিনি ইতিমধ্যেই ৩৬ রান যোগ করায় সহবাগকে পিছনে ফেলে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন কোহলি। ভারতীয়দের মধ্যে কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর এবং ভিভিএস লক্ষ্মণই অধিক টেস্ট রান করেছেন।
এখানেই শেষ নয়, কোহলি কিন্তু এই ইনিংসেই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকেও পিছনে ফেলে দিতে পারেন। কোহলি যদি ৬২ রান করেন, তাহলে তিনি ভিভ রিচার্ডসকেও পিছনে ফেলে দেবেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি টেস্টে ৮৫৪০ রান করেছেন। কোহলি ৬২ রান করলে সেক্ষেত্রে তাঁর দখলে ৮৫৪১ রান হয়ে যাবে। টেস্টে সর্বকালীন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সেক্ষেত্রে কোহলি ২৬ নম্বরে উঠে আসবেন।
প্রসঙ্গত, এদিন কিন্তু নিজের চিরাচরিত আগ্রাসী ব্যাটিং শৈলী ভুলে বেশ খানিকটা মন্থর গতিতেই ব্যাটিং করেন কোহলি। চার, ছক্কার বদলে কঠিন পিচ ও মন্থর আউটফিল্ডে বেশ দেখেশুনেই ব্যাটিং করেন বিরাট। নিজের ইনিংসের প্রথম বাউন্ডারি মারতে ৮১ বল খরচ করে ফেলেন কোহলি। জমেল ওয়ারিকানের বিরুদ্ধে কভার ড্রাইভ মেরেই নিজের প্রথম বাউন্ডারি অর্জন করেন কোহলি। এই চার মারার পরে তাঁর প্রতিক্রিয়াই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
Calling it a night! That celebration by @imVkohli after hitting his first boundary on the 81st ball.
— FanCode (@FanCode) July 13, 2023
.
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/4SjNLZCMhx
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন