IND vs WI, 1st Test: অশ্বিনের দৌরাত্ম্যের পর ব্যাট হাতে ওপেনারদের দাপট, প্রথম দিনেই ম্যাচের রাশ ভারতের হাতে
India vs West Indies, Day 1 Score: প্রথম দিনের খেলা শেষে আপাতত ওয়েস্ট ইন্ডিজের থেকে ৭০ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।
ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs WI 1st Test) প্রথম দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতের হাতে। ক্রেগ ব্রাথওয়েটদের ১৫০ রানে অল আউট করার পর ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে ৮০ রান তুলে ফেলল ভারতীয় দল। অভিষেক ঘটানো যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৪০ ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আপাতত ৩০ রানে অপরাজিত রয়েছেন।
এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষাণ এই ম্যাচে নিজের অভিষেক ঘটান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁক বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই আর অশ্বিনও (Ravichandran Ashwin) এই ম্যাচে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটান। আর জাতীয় দলে ফিরেই নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন ভারতের তারকা বোলার। পাঁচ উইকেট নেওয়া অশ্বিনই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধস নামানোর শুরুটা করেন।
অশ্বিনের দাপটে প্রথম দিনের লাঞ্চ বিরতিতেই বেশ চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬৮ রানেই ৪ উইকেট খুইয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। দুই উইকেট নেন অশ্বিন। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর ঘরের ছেলে অ্যালিক অ্যাথানাজ় একমাত্র ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াইটা করেন। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই রবীন্দ্র জাডেজার বলে কভার ড্রাইভ মেরে অ্যাথানাজ় নিজের আগ্রাসী মনোভাব স্পষ্ট করে দেন। কিন্তু জশুয়া ডি সিলভা সেই জাডেজার বলেই মাত্র দুই রানে সাজঘরে ফিরে যান।
ষষ্ঠ উইকেটে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার অ্যাথানাজ়কে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। দুইজনে মিলে ৪১ রান যোগ করেন। তবে মহম্মদ সিরাজ বোলিংয়ে ফিরে এসেই হোল্ডারের লড়াই থামান। ১৮ রানে সাজঘরে ফেরেন হোল্ডার। এরপর অশ্বিন আলাজারি জোসেফকে সাজঘরে ফেরান। চা বিরতির আগে কার্যত একা হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই করা অ্যাথানাজ় অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরেন। তাঁকে ৪৭ রানে ফিরিয়ে ম্যাচে নিজের চতুর্থ উইকেটটি নেন অশ্বিন। জমেল ওয়ারিকনকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেটটি নেন অশ্বিন। মাত্র ১৫০ রানেই ফুরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
শেষ সেশনে এরপর ভারতীয় দুই ওপেনার দাপট দেখান। যশস্বী টেস্টে প্রথম রান করতে সময় নিলেও, একবার সেট হয়ে যাওয়ার পর, তাঁকে স্বমূর্তিতে দেখা যায়। রোহিতের বিরুদ্ধে দুইবার এলবিডব্লুর আপিল হলেও, তিনি তা সামলে দিনটা অপরাজিতভাবেই শেষ করেন। এবার দ্বিতীয় দিনে বড় রান করে ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ আরও বাড়ানোর লক্ষ্যে মাঠে নামবেন ভারতীয় ব্যাটাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন