IND vs WI 2nd Test: কুলদীপ, জাডেজার স্পিনভেল্কির পর ক্য়াম্পবেল, হোপের পাল্টা লড়াই, ৯৭ রানে পিছিয়ে দিনশেষ করল ওয়েস্ট ইন্ডিজ়
India VS West Indies: চলতি সিরিজ়ে আজই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ় শতরানের পার্টনারশিপ গড়ল এবং কোনও ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটার অর্ধশতরানে গণ্ডি পার করলেন।

নয়াদিল্লি: দিনের প্রথম দুই সেশনে ভারতীয় দল দাপট দেখিয়েছিল। তবে রবিবাসরীয় রাজধানীতে শেষ সেশনে দুরন্তভাবে লড়াইয়ে ফিরল ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI 2nd Test)। সৌজন্যে শাই হোপ (Shai Hope) ও জন ক্যাম্পবেল (John Campbell)। দুইজনে মিলে তৃতীয় উইকেটে অপরাজিত ১৩৮ রান যোগ করে দিন শেষ করলেন। তৃতীয় দিনশেষে ফলো অন করা ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৭৩ রান। আপাতত ৯৭ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল।
ফলো অন করে ব্যাট করতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল। ক্যারিবিয়ান দলের সমর্থকরা হয়তো ফের একবার প্রথম টেস্টের মতো ইনিংসে হারার দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু তাঁদের আশ্বস্ত করলেন হোপ ও ক্যাম্পবেল। তাঁরা যে শুধু পাল্টা লড়াই চালালেন, তাই নয়, রীতিমতো ভারতীয় বোলারদের শাসন করলেন হোপরা।
গোটা সিরিজ় এবং এই ম্যাচের প্রথম ইনিংসেও ভারতীয় স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজ়কে বিপাকে ফেলেছিলেন। সেই বিপদ সামলাতে আগ্রাসনের পথ বেছে নেন ক্যাম্পবেলরা। কুলদীপ যাদবদের (Kuldeep Yadav) বিরুদ্ধে তো এক ওভারে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ১৫ রান করেন। মাত্র ৬৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ক্যাম্পবেলই প্রথম ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটার হিসাবে এই সিরিজ়ে অর্ধশতরান করেন। ২৬তম ওভারে শতরানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ়।
হোপও কিন্তু পিছিয়ে থাকার পাত্র নয়। বুমরার বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেও পরপর বলে বাউন্ডারি আসে। দুইজনে মিলে ১৪৯ বলে শতরানের পার্টনারশিপ পূরণ করেন। ৮০ বলে হোপ ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি পার করেন। দিনের শুরুতেই দাপট দেখানো ভারতীয় বোলারদের এই সেশনে একেবারেই নিষ্প্রভ দেখায়। দিনের শেষ পর্যন্ত যাতে আর কোনও উইকেট না পরে, তা হোপরা সুনিশ্চিত করেন। দিনের শেষে তিনি ৬৬ ও ক্যাম্পবেল ৮৭ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।
তবে এই সেশনে ওয়েস্ট ইন্ডিজ় কামব্যাক করলেও, দিনের প্রথম দুই সেশনে সিরিজ়ের ধারা অব্য়াহত রেখে ভারতই দাপট দেখায়। ১৪০ রানে চার উইকেট থেকে এই দিনের শুরুটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ইমলাচ ১৪ ও শাই হোপ ৩১ রানে ক্রিজে উপস্থিত ছিলেন। তবে তাঁরা বেশিদূর এগোতে পারেননি। ১৫০ রানের গণ্ডি পার করেই ওয়েস্ট ইন্ডিজ় ধাক্কা খায়। দুরন্ত বলে শাই হোপের রক্ষণভেদ করে উইকেট ভাঙেন কুলদীপ। ৩৬ রানে সাজঘরে ফেরেন হোপ।




















