IND vs WI 2nd Test LIVE: হোপ, ক্যাম্পবেলের পার্টনারশিপে দুরন্ত লড়াই, দুই উইকেটে ১৭৩ রান তুলে দিন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ়
IND vs WI 2nd Test LIVE Updates: দ্বিতীয় দিনের খেলাশেষে ভারতের ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর চার উইকেটে ১৪০ রান। ৩৭৮ রান পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ়।
LIVE

Background
নয়াদিল্লি:
দিনের শুরুটা হতাশাজনকভাবে হয়েছিল, তবে শেষটা মন্দ হল না। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test,Indian Cricket Team,) দ্বিতীয় দিনশেষেও চালকের আসনে ভারত। টিম ইন্ডিয়ার ৫১৮ রানের জবাবে ১৪০ রানে চার উইকেট হারিয়ে দিনশেষ করল ওয়েস্ট ইন্ডিজ়। এখনও শুভমন গিলের (Shubman Gill) দল ৩৭৮ রানে এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আপাতত শাই হোপ ৩১ ও তেভিন ইমলাচ ১৪ রানে ক্রিজে অপারজিত রয়েছেন।
আজ দিনের শুরুতে ক্রিজে উপস্থিত ছিলেন শুভমন ও যশস্বী। আশা ছিল এই দুই তারকা দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু শুরুতেই বিপত্তি। গিলের সঙ্গে বোঝাপড়ার ভুলে দিনের শুরুতেই রান আউট হয়ে ১৭৫ রানে সাজঘরে ফেরেন যশস্বী। তিনি সাজঘরে ফেরার পর প্রমোশন পেয়ে নীতীশ কুমার রেড্ডি পাঁচে নামেন। তিনি হতাশ করেননি। গিলের সঙ্গে মিলে বেশ আগ্রাসী মেজাজে রান যোগ করতে থাকেন নীতীশ। একের পর এক বড় শট হাঁকাতে থাকেন দুইজনে। শুভমন ৯৫ বলে অর্ধশতরানের গণ্ডি পার করেন।
তবে নীতীশ কুমার রেড্ডি অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই লং অনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তাঁর সংগ্রহ ৫৪ বলে ৪৩ রান। নীতীশ রেড্ডি আউট হওয়ার পরে গত ম্যাচের সেঞ্চুরিয়ন ধ্রুব জুরেল ক্রিজে নামেন। গিল ও জুরেল কার্যত অবলীলায় ইনিংস এগিয়ে নিয়ে যান। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শুভমন গিল দেখতে দেখতে ১৭৭ বলে নিজের কেরিয়ারের দশম এবং চলতি বছরের পঞ্চম শতরান পূরণ করেন।
সেঞ্চুরি হওয়ার পরেই গিল রানের গতি আরও বাড়ান। ওয়েস্ট ইন্ডিজ় স্পিনারদের বিরুদ্ধে বিশেষ করে বড় বড় শট মারতে থাকেন গিল। অপরদিকে ধ্রুব জুরেলও তাঁকে যোগ্য সঙ্গে দেন। কিন্তু ঠিক অর্ধশতরানের আগেই তিনিও আউট হন। রস্টন চেজ়ের বলে বোল্ড হন জুরেল। তিনি আউট হতেই ভারতীয় দলের ইনিংস ঘোষণা করেন গিল।
সামনে রানের পাহাড়। সেই পাহাড় চড়াইয়ের লক্ষ্যে শুরুটা ভাল করা খুবই জরুরি ছিল। কিন্তু তেমনটা আর হল কই। শুরুতেই সজোরে রবীন্দ্র জাডেজার বলে জন ক্যাম্পবেল স্যুইপ মারলেও, তা ব্যাট প্যাডে দাঁড়ানো সাই সুদর্শনের গায়ে লেগে সেখানেই আটকে যায়। ২১ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ান দল। চা বিরতির পর অবশ্য ওয়েস্ট ইন্ডিজ় হয়তো এই সিরিজ়ে প্রথমবার খানিকটা লড়াই করে। অ্যালিক অ্যাথানাজ়ে ও তেগনারায়ণ চন্দ্রপাল অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। বেশ ভালভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ফের একবার ওয়েস্ট ইন্ডিজ়কে ধাক্কা দেন জাডেজা।
বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৩৪ রানে ফেরেন চন্দ্রপাল। তিনি আউট হতেও ফের একবার পুরনো রোগ মাথা চাড়া দিয়ে উঠে। পরপর ওভারে অ্যাথানাজ়ে ও রস্টন চেজ়ও সাজঘরে ফেরেন। যথাক্রমে কুলদীপ যাদব ও জাডেজা সাফল্য পান। ১০৭ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল ওয়েস্ট ইন্ডিজ়। এমন পরিস্থিতিতে হোপ ও ইমলাচ শেষবেলায় খানিকটা লড়াই করলেন। তবে এখনও ভারতের রানের থেকে অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ়।
IND vs WI: তৃতীয় উইকেটে দুরন্ত পার্টনারশিপ
২০৮ বলে ১৩৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দিন শেষ করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার।
IND vs WI 2nd Test Live Score: তৃতীয় দিনের খেলাশেষ
তৃতীয় দিনের খেলা শেষ। ৪৯ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ফেলল ওয়েস্ট ইন্ডিজ়। আপাতত ভারতীয় দল ৯৭ রানে এগিয়ে রয়েছে। হোপ ৬৬ ও ক্যাম্পবেল ৮৭ রানে অপরাজিত রইলেন।




















