IND vs WI: নেতৃত্বে রোহিতই, ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করল বিসিসিআই
India vs West Indies: ক্যারিবিয়ান সফরে ভারতের টেস্ট এবং ওয়ান ডে, উভয় দলেই সুযোগ পেয়েছেন বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমার।
মুম্বই: ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ফর্ম্যাটের সিরিজ। সেই সিরিজের জন্য আজ, শুক্রবার (২৩ জুন) টেস্ট এবং ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার জল্পনা থাকলেও, দুই সিরিজেই ভারতীয় দলের নেতৃত্ব রোহিত শর্মাই রয়েছেন।
NEWS - India’s squads for West Indies Tests and ODI series announced.
— BCCI (@BCCI) June 23, 2023
TEST Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Yashasvi Jaiswal, Ajinkya Rahane (VC), KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, R Jadeja, Shardul Thakur, Axar Patel, Mohd.… pic.twitter.com/w6IzLEhy63
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর ভারতীয় টেস্ট দলে রদবদলের ডাক দিয়েছিলেন অনেক বিশেষজ্ঞই। সেইমতো ভারতীয় দলে বেশ কিছু বদল ঘটল। দীর্ঘদিন ধরে ভারতীয় টেস্ট দলের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে একের পর এক ম্যাচজেতানো ইনিংস খেলেছেন পূজারা। ভারতীয় দলের অন্যতম বড় ভরসা তিনি। তবে সাম্প্রতিক সময়ে পূজারার ফর্ম একেবারেই ভাল ফর্মে ছিলেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি বড় রান করতে পারেননি। সেই কারণেই তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হল। বাদ পড়লেন উমেশ যাদবও।
পূজারা, উমেশের বদলে ভারতীয় টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন তরুণ যশস্বী জয়সওয়াল এবং বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমার। মহম্মদ শামি দীর্ঘদিন ধরে টানা ক্রিকেট খেলেই যাচ্ছেন। তাঁকে এই দুই সিরিজের জন্যই তাই বিশ্রাম দেওয়া হয়েছে। নভদীপ সাইনি বহুদিন পরে ভারতীয় টেস্ট দলে ফিরেছেন। অজিঙ্ক রাহানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভাল পারফর্ম করায় নিজের জায়গা তো তিনি ধরে রাখলেনই, পাশাপাশি তাঁকে ফের একবার দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হল।
India’s ODI Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Surya Kumar Yadav, Sanju Samson (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Shardul Thakur, R Jadeja, Axar Patel, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Jaydev Unadkat, Mohd. Siraj, Umran Malik, Mukesh… pic.twitter.com/PGRexBAGFZ
— BCCI (@BCCI) June 23, 2023
ভারতীয় ওয়ান ডে দলে কিন্তু সূর্যকুমার যাদব নিজের স্থান ধরে রেখেছেন। সূর্য টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকলেও, আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। তাই বারংবার তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের অনুপস্থিতিতে তাঁর ওপরই আস্থা রাখলেন ভারতীয় নির্বাচকরা। ওয়ান ডে দলে কিপার-ব্যাটার হিসাবে ঈশান কিষাণের পাশাপাশি সঞ্জু স্যামসনকেও দলে রাখা হয়েছে। বোলিং বিভাগে শামি, বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজকে ভারতীয় পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে দেখা যাবে। এই স্কোয়াডেও সুযোগ পেয়েছেন মুকেশ।
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?