IND W vs PAK W Innings Highlights: দাপট ভারতীয় বোলারদের, ১০৮ রানে শেষ পাকিস্তান, সহজ লক্ষ্য হরমনপ্রীতদের সামনে
Asia Cup: গতবার মুকুট জিতলেও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার তাই হরমনপ্রীত কৌরদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।
ডাম্বুলা: এশিয়া কাপে (Asia Cup 2024) গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল। এবারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। তবে গতবার খেতাব জিতলেও ভারতীয় শিবিরে একটা দগদগে ক্ষতও রয়েছে।
আর সেটা হল, গতবার মুকুট জিতলেও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে (India vs Pakistan)। এবার তাই হরমনপ্রীত কৌরদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।
ডাম্বুলায় এশিয়া কাপের ম্যাচে প্রথমার্ধে দাপট ভারতীয় বোলারদের। মাত্র ১০৮ রানে শেষ হয়ে গেল পাকিস্তান। ৩ উইকেট দীপ্তি শর্মার। ২টি করে শিকার রেণুকা সিংহ, পূজা বস্ত্রকার ও শ্রেয়াঙ্কা পাটিলের। ম্যাচ জিততে মাত্র ১০৯ রান তুলতে হবে ভারতকে। সহজ লক্ষ্য কি পূরণ করতে পারবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা?
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) July 19, 2024
Superb bowling performance from #TeamIndia! 👌 👌
3⃣ wickets for @Deepti_Sharma06
2⃣ wickets each for Renuka Singh Thakur, @shreyanka_patil & @Vastrakarp25
Stay Tuned for our chase! ⌛️
Scorecard ▶️ https://t.co/30wNRZNiBJ#WomensAsiaCup2024 | #ACC | #INDvPAK pic.twitter.com/dEakxdXiUX
ডাম্বুলার পিচে ব্যাটিং খুব একটা কঠিন নয় বলেই মনে হয়েছে বিশেষজ্ঞদের। কিন্তু সেই বাইশ গজেই মুখ থুবড়ে পড়েছে পাক ব্যাটিং। ১১ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৫৭/৩। তখন মনে হচ্ছিল, শেষ দিকে চালিয়ে খেলে বোর্ডে ভদ্রস্থ স্কোর তুলবে পাকিস্তান। কিন্তু শেষবেলায় মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ইনিংস। দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে মাত্র ২ জন দুই অঙ্কের রান পেরতে পেরেছেন। স্ট্রাইক রোটেট করতে না পারার জন্য পাকিস্তানের ব্যাটিংয়ের সমস্যা আরও বাড়ে। স্কোরবোর্ড কার্যত থমকে যায়। ধারাভাষ্যকারেরা বলছিলেন, এই পিচে অন্তত ১৩০ রান ওঠা উচিত। সেখানে ১৯.২ ওভারে মাত্র ১০৮ রানে আটকে গেল পাকিস্তান।
৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সেরা দীপ্তি।
1️⃣ Over
— BCCI Women (@BCCIWomen) July 19, 2024
2️⃣ Runs
3️⃣ Wickets
How about that for an over! 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/30wNRZNiBJ#WomensAsiaCup2024 | #ACC | #TeamIndia | #INDvPAK pic.twitter.com/Xikxs5YHEL
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।