IND A vs AUS A: জোড়া অর্ধশতরানে ভারতীয় একাদশে ঢোকার দাবি মজবুত করলেন ধ্রুব, হার ভারতীয় এ দলের
India A vs Australia A Test: লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া এ দল দ্রুত উইকেট হারাতে থাকেন। মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্যানক্রফটকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ। ৩৭ রানে ২ উইকেট নেন প্রসিদ্ধ।
কুইন্সল্যান্ড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দুরন্ত ব্যাটিং পারফরম্য়ান্স ধ্রব জুড়েলের। তরুণ এই উইকেট কিপার ব্যাটার অস্ট্রেলিা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন। পারথ টেস্টে একাদশে ঢোকার দাবিদার হয়ে উঠলেন তিনি। কিন্তু ম্য়াচ জেতাতে পারেননি তিনি ভারতীয় এ দলকে। দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের তৃতীয় দিনে শনিবার অস্ট্রেলিয়া এ দল ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হেরে গেল ভারতীয় এ দল। প্রথম ম্য়াচেও ৭ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া এ দল।
আগের দিন ৫ উইকেট হারিয়ে ৭৩ রান বোর্ডে তুলেছিল ভারত। ম্য়াচের প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ধ্রুব। দ্বিতীয় ইনিংসেও ১২২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ডানহাতি উইকেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। নীতিশ কুমার রেড্ডি ৩৮ রনের ইনিংস খেলেন। দুজনে মিলে বোর্ডে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। প্রসিদ্ধ কৃষ্ণ ২৯ রান করেন ও তনুস কোটিয়ান ৪৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ২২৯ রান ভারতীয় এ দল বোর্ডে তুলে নেয়। অস্ট্রেলিয়া এ দলের কাছে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৮।
লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া এ দল দ্রুত উইকেট হারাতে থাকেন। মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্যানক্রফটকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ। ৩৭ রানে ২ উইকেট নেন প্রসিদ্ধ। অজি অধিনায়কের উইকেট নেন মুকেশ কুমার। একটা সময়ে ৪৮ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া এ। কিন্তু সেখান থেকে স্যাম কোন্তাস ১২৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার জয়ের ভিত আরও মজবুত করেন। ওয়েবস্টার ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া এ দল। এর আগে ভারতীয় এ দল প্রথম ইনিংসে ১৬১ রান বোর্ডে তুলেছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পাঁচ ম্য়াচের এই সিরিজের ওপরই নির্ভর করছে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আদৌ ভারত জায়গা করতে পারবে কি না তার ভাগ্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কিছুটা চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
গোটা ম্য়াচে প্রসিদ্ধ কৃষ্ণ ৬ উইকেট নিয়েছেন। বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় বোলিং অ্যাটাকে প্রসিদ্ধ কিন্ত ঢুকে পড়তে পারেন বুমরা, সিরাজের সঙ্গে।