India A vs Australia A: ম্যাকস্যুইনির দুরন্ত ইনিংস, অলৌকিকের প্রার্থনায় ভারত এ, সুদর্শনের সেঞ্চুরিতেও হার বাঁচবে?
Indian Cricket Team: কঠিন পিচে লক্ষ্য ২২৫ রানের। স্যাম কনস্টাস, ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিসরা যখন ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে গিয়েছেন, তখন ব্যাট হাতে দলকে ভাল জায়গায় রাখলেন ম্যাকস্যুইনি।
ম্যাকায়: কিংবদন্তি রিকি পন্টিং পূর্বাভাস করেছেন, তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলে দ্রুত জায়গা করে নেবেন। সেই নাথান ম্যাকস্যুইনি ভারত এ দলের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন। তাঁর দুরন্ত অপরাজিত ৪৭ রানের সুবাদে ভারত এ দলের বিরুদ্ধে জয়ের সামনে অস্ট্রেলিয়া এ। অলৌকিক কিছু না হলে ম্য়াচ জেতার পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া (India vs Australia)।
কঠিন পিচে লক্ষ্য ২২৫ রানের। স্যাম কনস্টাস, ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিসরা যখন ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে গিয়েছেন, তখন ব্যাট হাতে দলকে ভাল জায়গায় রাখলেন ম্যাকস্যুইনি। চার নম্বরে নেমে দিনের শেষে ৪৭ রানে অপরাজিত তিনি। অস্ট্রেলিয়া এ জয় থেকে মাত্র ৮৬ রান দূরে। হাতে রয়েছে এখনও ৭ উইকেট।
শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ২০৮/২। প্রাথমিক বিপর্যয় সামলে সাই সুদর্শন ও দেবদূত পাড়িক্কল পাল্টা লড়াই শুরু করেছিলেন। সুদর্শন দ্বিতীয় দিনের শেষে ৯৬ রানে ও পাড়িক্কল ৮০ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত সুদর্শন ১০৩ রান করেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় পাড়িক্কলের। ৮৮ রান করে ফেরেন তিনি। তবে তাঁরা যে মঞ্চটা গড়ে দিয়ে গিয়েছিলেন, সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডিরা। একটা সময় ভারত এ দলের স্কোর ছিল ২২৬/২। সেখান থেকে ৩১২ রানে অল আউট হয়ে যায় ভারত এ। ঈশান ৩২ ও নীতীশ ১৭ রানে আউট হন।
ভারতের প্রথম ইনিংসে তোলা ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এ দল তাদের প্রথম ইনিংসে ১৯৫ রান তুলেছিল। প্রথম ইনিংসের নিরিখে ৮৮ রানে পিছিয়ে ছিল ভারত এ দল। দ্বিতীয় ইনিংসে সুদর্শন ২০০ বলে ১০৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন। তিনি ৯টি বাউন্ডারি মারেন। ১৯৯ বলে ৮৮ রান করে আউট হন পাড়িক্কল। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩১২ রানে।
২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এ দলের স্কোর ১৩৯/৩। রবিবার, ম্যাচের শেষ দিন আর মাত্র ৮৬ রান করলে ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া। ভারতের সামনে ৭ উইকেট তুলে নিয়ে অঘটন ঘটানোর সুযোগ।
আরও পড়ুন: ১৯ বছর বয়সে প্রথম সুযোগ, ৩১ ছুঁতে চললেন, বরাবরই স্পেশ্যাল হতে চেয়েছিলেন বুম বুম বুমরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।