India A vs England Lions: রাহুলের সেঞ্চুরির পরেও দাগ কাটতে পারলেন না ভারতের বোলাররা, বড় রানের দিকে এগোচ্ছে ইংল্যান্ড
Indian Cricket Team: শেষ ৩ উইকেটে ভারতীয় টেলএন্ডার ব্যাটাররা বেশি রান যোগ করতে পারেনি । টেলএন্ডারদের প্রতিরোধ ভেঙে পড়ে ইংল্যান্ড লায়ন্সের জোশ টাংয়ের সামনে ।

নর্দাম্পটন: ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্স (India A vs England Lions) দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ নর্দাম্পটনে খেলা হচ্ছে । এই ম্যাচে কে এল রাহুল ১১৬ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন । যার জোরে টিম ভারত প্রথম ইনিংসে ৩৪8 রান তুলেছিল । তবে নজর কাড়তে পারলেন না ভারতের বোলাররা । দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে ইংল্যান্ড লায়ন্স ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান করেছে এবং প্রথম ইনিংসে ইংল্যান্ডের দল এখনও ১৫৬ রানে পিছিয়ে রয়েছে ।
প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে ভারত এ ৭ উইকেটের বিনিময়ে ৩১৯ রান তুলেছিল । শেষ ৩ উইকেটে ভারতীয় টেলএন্ডার ব্যাটাররা বেশি রান যোগ করতে পারেনি । টেলএন্ডারদের প্রতিরোধ ভেঙে পড়ে ইংল্যান্ড লায়ন্সের জোশ টাংয়ের সামনে । জোশ টাং তনুশ কোটিয়ানকে ১৫ রানে ক্লিন বোল্ড করেন, অন্যদিকে, অংশুল কম্বোজকে এলবিডব্লিউ আউট করেন । এই বোলারই তুষার দেশপাণ্ডে রান আউট করে ভারতীয় ইনিংসের সমাপ্তি ঘটান, স্কোর ছিল তখন ৩৪8 ।
যখন ভারত এ বোলিং করতে আসে, তখন অংশুল কম্বোজ ২৯ রানে প্রতিপক্ষ দলের প্রথম উইকেট নিয়ে ভারত এ-কে দারুণ শুরু দেন । এখান থেকে টম হেইনস এবং এমিলিও গে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলে দেন । অবশেষে তুষার দেশপান্ডে ৫৪ রানে টম হেইনসকে উইকেটরক্ষক ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ।
Touchdown UK 🛬#TeamIndia have arrived for the five-match Test series against England 🙌#ENGvIND pic.twitter.com/QK5MMk9Liw
— BCCI (@BCCI) June 7, 2025
এর পরে এমিলিও গে এবং জর্ডান কক্সের মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে, তাঁরা ৬৯ রান যোগ করেন । এর মধ্যে তনুশ কোটিয়ান সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া এমিলিও গে-কে ৭১ রানে এলবিডব্লিউ আউট করেন । এমিলিও দিনের শেষ ওভারের প্রথম বলে আউট হন । বাকি ৫ বল জেমস রিউ রক্ষণাত্মকভাবে খেলে দেন । এভাবে ইংল্যান্ড লায়ন্স দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান করেছে । জর্ডান কক্স এখনও ৩১ রান করে খেলছেন ।




















