IND vs ENG: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি, গিলরা ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নজির
Test Cricket Record: এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়া কোনও সিরিজে ৩৪০০ বা তার বেশি রান করেছে ছয় বার। যেখানে ইংল্যান্ড এই মাইলস্টোন টপকেছে প্রায় চারবার।

ওভাল: ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২২৪ রানের বেশি তুলতে পারেনি ভারত। ৬৯.০৪ ওভারে ১০ উইকেট ২২৪ রান বোর্ডে তুলে নেয় শুভমন গিলের দল। চলতি টেস্ট সিরিজে কোনও ম্য়াচে ভারতের করা সবচেয়ে কম রানের ইনিংস এটিই। তবে এর সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে এলিট লিস্ট নাম লিখিয়ে নিল ভারতীয় দল।
চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় দল পাঁচটি টেস্টে ৯ ইনিংস মিলিয়ে মোট ৩৪১৩ রান করে ফেলেছেন। এটাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার যেখানে কোনও সিরিজে টিম ইন্ডিয়া মোট ৩৪০০ রান বা তার বেশি করতে পারল।
এর আগে সর্বাধির ৩২৭০ রান ভারতীয় দল করেছিল ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেবার ৬ ম্য়াচের টেস্ট সিরিজ খেলেছিল ভারতীয় দল। সেই সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক ছিলেন কিংবদন্তি সনীল গাওস্কর। তিনি মোট ৭৩২ রান করেছিলেন ৬ ম্য়াচে। ইতিমধ্য়েই চলতি টেস্ট সিরিজে ভারত অধিনায়ক শুভমন গিল ৭৪৩ রান করে ফেলেছেন ৯ ইনিংসে।
এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়া কোনও সিরিজে ৩৪০০ বা তার বেশি রান করেছে ছয় বার। যেখানে ইংল্যান্ড এই মাইলস্টোন টপকেছে প্রায় চারবার।
ডাকেটকে আউট করেই উত্তপ্ত বাক্যবিনিময় আকাশের?
ডাকেটকে আউট করে সর্বপ্রথম আকাশে হাত ছু়ড়ে সেলিব্রেট করেন আকাশ। তারপরেই ডাকেটের দিকে এগিয়ে গিয়ে তাঁর কাধে হাত রাখেন আকাশ দীপ। দুই ক্রিকেটার এর মাধ্যমে সৌজন্য বিনিময় করছেন বলে প্রাথমিকভাবে মনে করলেও, দুইজনকেই কথোপকথন করতে দেখা যায়। আকাশ দীপকে এরপরেই টেনে সরিয়ে নিয়ে যান রাহুল। আম্পায়ার এহসান রাজাকেও আকাশকে কিছু বলতে দেখা যায়। মাঠের মাঝে ঠিক কী কথোপকথন হয়েছে, তা বোঝা না গেলেও, ডাকেটকে যে আকাশ দীপ সেন্ড অফই দেন, তা মোটামুটি নিশ্চিত।
এই ঘটনাই সকলের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় আকাশের এই ভিন্ন ধরনের সেন্ড অফ নিয়ে বেশ চর্চাও চলছে। ঘটনার সূত্রপাত কিন্তু ডাকেটের তরফেই। তিনিই প্রথমে আকাশ দীপকে বলেন, 'তুমি এখানে আমাকে আউট করতে পারবে না।' সেই সময় আকাশ দীপ কিছু বলেননি। তবে সেই ডাকেটকে আউট করার পরেই অবশেষে নিজের মুখ খোলেন তারকা ফাস্ট বোলার।




















