India vs South Africa: ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই বারংবার গম্ভীরকে আক্রমণ করা হয়, দাবি ভারতীয় ব্যাটিং কোচের
Gautam Gambhir: গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল ঘরের মাঠে শেষ ছয় টেস্টের মধ্যে চারটিতে হেরেছে।

কলকাতা: ম্যাচের প্রথম দিন থেকে পিচ নিয়েই সমালোচনা হচ্ছিল। তৃতীয় দিনে মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করে ভারত ম্যাচ জিততে ব্যর্থ হওয়ার পরেই ইডেন গার্ডেন্সের পিচ এবং দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), উভয়কেই কাঠগড় তোলা হয়েছিল। তবে এই সমালোচনা যথার্থ বলে মনে করছেন না ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
কোটাকের দাবি গম্ভীর কেবল পিচ প্রস্তুতকারককে বাঁচাতেই দোষ নিজের ঘাড়ে নিয়েছিলেন। তিনি বলেন, 'গৌতম চায়নি যে পিচ প্রস্তুতকারকদের কেউ তুলোধনা করুক, তাই ওই নিজেই দোষটা মাথা পেতে নিয়েছে। বাকি দেশগুলিও নিজেদের মাটিতে নিজেদের শক্তিশালী পক্ষের ওপর নির্ভর করে, আমরা ভারতে খেললেও তাই স্পিনের ওপর নির্ভর করি। আমরা চাই ম্যাচগুলি চার থেকে সাড়ে চার দিন যাক এবং স্পিনারদের জন্য পিচে কিছু মদত থাকুক। ফাস্ট বোলাররা প্রথম দুই দিন সাহায্য পাবে।'
এরপরেই কোটাকের দাবি অনেকেই নিজের স্বার্থসিদ্ধির জন্য অযথাই গম্ভীরকে কাঠগড়ায় তুলছেন। 'লোকজন খালি গৌতম গম্ভীরের নামই নিচ্ছে। কেউ এটা দেখছেই না যে আমাদের ব্য়াটাররা ওখানে কী করেছে বা ব্যাটিং কোচ কী করতে পারত। আমরা ম্যাচ হারলেই সবসময় কাঠগড়ায় গম্ভীরকেই তোলা হয়। হয়তো কিছু লোকজন নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এমনটা করছেন।' দাবি সীতাংশু কোটাকের।
গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ভারতীয় অধিনায়ক শুভমন গিলের ফিটনেস আপডেটও দেন। ভারতীয় অধিনায়কের ক্ষেত্রে ধীরে চল নীতি অবলম্বন করতে আগ্রহী ভারত। 'গিল দ্রুত সেরে উঠছেন। তবে শুক্রবার সকালে ফিটনেস টেস্টের পর বাকি সব দেখা যাবে। যদিও ও পুরো সেরে ওঠেও, আমরা নিশ্চিত হতে চাই যাতে ম্য়াচে ফের কিছু না হয় গিলের। তবে ওর যদি মনে হয় পুরো সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে ওর। আমাদের কাছে সেরা বিকল্প রয়েছে।'
কিন্তু গিল যদি না খেলেন, কে খেলবেন ৪ নম্বর পজিশনে? কোটাক বলছেন, 'শুভমন যদি খেলতে না পারে, তাহলে ধ্রুব জুড়েল চার নম্বর পজিশনে খেলবে।'' গিল প্রথম ইনিংসে ৩৪ বলে ১৩ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক। এদিকে, গুয়াহাটিতে গিল না খেললে নেতৃত্বভার সামলাবেন ঋষভ পন্থ। পন্থ এর আগে ভারতীয় দলের হয়ে টেস্টে কোনদিন অধিনায়কত্ব করেননি। গুয়াহাটিতে তিনি অধিনায়ক হিসাবে নামলে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন।




















