India vs England: দুরন্ত লড়াই করে ইংল্যান্ডের মাটিতে সিরিজ় ড্র, কাকে দলের সাফল্যের কৃতিত্ব দিলেন কোচ গম্ভীর?
Gautam Gambhir: গৌতম গম্ভীরের মতে বিগত দুই মাস ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলেছে।

নয়াদিল্লি: গত সপ্তাহান্তেই এক লন্ডনের ওভালে এক রুদ্ধশ্বাস ম্য়াচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ২-২ সিরিজ় ড্র করতে সক্ষম হয়েছে ভারতীয় দল। টানটান সিরিজ়ে দলের দুরন্ত পারফরম্যান্সে একাধিক তারকার অবদান রয়েছে। তবে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কী মনে করছেন? দলের এই পারফরম্যান্সের জন্য কাকে কৃতিত্ব দিচ্ছেন তিনি?
গম্ভীর মনে করছেন ভারতীয় দলের এই সাফল্যটা প্রাপ্য। তাঁর মতে, 'আমরা পাঁচটি টেস্টেই যেভাবে পারফর্ম করেছি, তাতে আমার মনে হয় ছেলেরা এটার যোগ্য।' তিনি এরপরেই ওভাল টেস্ট জয়ের নায়ক তথা সিরিজ়ের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)
প্রশংসায় ভরান। ভারতীয় কোচ বলেন, 'আমার মতে ও গোটা সিরিজ়েই দুরন্ত পারফর্ম করেছে। তবে শুধু ও একা নয়, শুভমন বলুন, সিরাজ বলুন, গোটা দলের সকলেই ভাল খেলেছে। আমার পক্ষে কোনও একজনের নাম নেওয়াটা খুব কঠিন। বিগত দুই মাস ধরে ছেলেরা দারুণ খেলেছে বলে আমি মনে করি।'
এই সিরিজ়ের দিকে বিশেষ করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর ছিল কারণ একটাই। দল বিরাট কোহলি, আর অশ্বিন এবং রোহিত শর্মা, তারকা ত্রয়ীর অবসরের পর এই প্রথম সিরিজ় খেলতে নামছে। তাও আবার এক নতুন এবং তরুণ অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে। অধিনায়ক হিসাবে শুভমন প্রথম টেস্ট সিরিজ়ে কিন্তু কোচ গম্ভীরের থেকে লেটার মার্কস নিয়ে পাশ করলেন। 'শুভমন দুরন্ত কাজ করেছে। আমি এটুকুই বলব এবং আমার জানি ও ভারতীয় ক্রিকেটের হয়ে এভাবেই ভাল কাজ ভবিষ্যতেও করে যাবে।'
সদ্যই সেই স্মরণীয় সিরিজ় শেষে দেশেও ফিরেছে টিম ভারতীয় দল। বাংলাদেশ সিরিজ় পিছিয়ে যাওয়ায় আপাতত বেশ কয়েকদিনের বিশ্রাম। এক মাসের অধিক সময় পরে ভারতীয় জাতীয় দলকে আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবে। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে গম্ভীরের কোচিংয়ে খেলা টিম ইন্ডিয়া।
আগেই জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতেই এবারের এশিয়া কাপের আসর বসবে। তবে মরুদেশে কোন কোন মাঠে খেলা হবে, সেই বিষয়টা জানানো হয়নি। গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এশিয়া কাপের ভেন্যুও ঘোষণা করে দেওয়া হল। এসিসির তরফে জানানো হয় দুবাই এবং আবু ধাবির মাঠেই এবারের এশিয়া কাপের আসর বসবে। দুবাইয়ে ১১টি এবং আবু ধাবিতে নয়টি ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের ফাইনালটি দুবাইয়েই হবে।




















