India vs West Indies: প্রথম টি-টোয়েন্টির পরেই আইসিসির শাস্তির মুখে পড়ল ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দুই দল
ICC: আইসিসির তরফে ভারতীয় খেলোয়াড়দের পাঁচ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের ১০ শতাংশ বেতন কাটা হল।
ত্রিনিদাদ: ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে বৃহস্পতিবার, ৩ অগাস্ট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI 1st T20) একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে চার রানে জয় পায় রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় (West Indies cricket team)। তবে এই ম্যাচের পরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল দুই দলকেই।
আইসিসির তরফে জানানো হয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় উভয় দলই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হল দুই দলকেই। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'নির্ধারিত ন্যূনতম ওভার রেট থেকে এক ওভার কম বল করায় ভারতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের পাঁচ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ় দুই ওভার কম করায়, ওদের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানা ধার্য করেছেন।'
India and West Indies have pleaded guilty and accepted the proposed sanctions 👇
— ICC (@ICC) August 4, 2023
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়, দুই দলের অধিনায়ক যথাক্রমে হার্দিক পাণ্ড্য এবং রোভম্যান পাওয়েল শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি বলেও জানানো হয় আইসিসি তরফে।
ম্যাচের বিবরণ
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই। অভিষেক ম্যাচে তিলক ভার্মা ব্যাট হাতে লড়াকু ৩৯ রানের ইনিংস খেললেও, দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৪৮ ও নিকোলাস পুরানের ৪১ রানে ভর করে ক্যারিবিয়ান দল ১৪৯/৬ তোলে। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিংহ উভয়েই বল হাতে দুইটি করে উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'এত দ্রুত সুযোগ পাব ভাবিনি', ভারতের হয়ে অভিষেক ঘটানোর প্রসঙ্গে দাবি তিলকের